Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ গুগল পে সেবা চালু হয়েছে।
by
Mahiyammahi
on 28/06/2025, 15:22:23 UTC
⭐ Merited by Crypto Library (1)
NFC টেকনোলজি প্রত্যেকটা ব্যাংকের ফিজিক্যাল কার্ড এর মধ্যে থাকে। আর যদি আপনার মোবাইল ফোনে NFC টেকনোলজি থাকে তাহলে আপনি এটি ব্যবহার করতে পারবেন সমস্যা হবে না। Redotpay ব্যবহার করা আমি ছেড়ে দিছি। আপনার কার্ডে যদি ব্যালেন্স না থাকে কিন্তু যদি কোন প্লাটফর্মে অটো সাবস্ক্রাইব অন থাকে এবং সেখান থেকে যদি আপনার কার্ড থেকে টাকা কাটার চেষ্টা করে তাইলে প্রত্যেকটা ফেইল ট্রানজেকশনের জন্য ১ ডলার কাটে। আমার কার্ডের ব্যালেন্স হয়ে আছে এখন -২৬$ আমি যখন অ্যাপস আনইন্সটল করে দিছি তখন ব্যালেন্স ছিল -৭$।
আরেকটা বিষয় আপনারা খেয়াল করেছেন কিনা অথবা জানেন কিনা আমার মনে হয় RedotPay এর কার্ড এর ইনফরমেশন গুলো লিক হয়। কারন আমি আমার কার্ড পরিচিত কোথাও ছাড়া অপরিচিত কাউকে শেয়ার করিনি এবং উল্টাপাল্টা কোন প্লাটফর্মে এডও করিনি তারপরেও দেখা যাচ্ছে যে এমন এমন পারচেজ গুলো মাঝেমধ্যে হওয়ার চেষ্টা করে যেগুলো আমি কখনো সার্ভিস নেইনি। এইভাবে আমার একবার কার্ড থেকে ৭ ডলার কেটে নিয়েছিল তারপর থেকে আমি Redotpay ব্যবহার করা বন্ধ করে দিয়েছি। শুধু আমার সাথে এমনটা হয়েছে যে তা নয় আমার পরিচিত কিছু ফ্রেন্ডের সাথেও এরকম ঘটনা ঘটেছে। মূলত এইসব কার্ডগুলোকে বিন অ্যাটাক করা হয়। যে কারণেই দেখবেন যে আপনার কার্ড ট্রানজেকশন ফেল হচ্ছে আর ৫০ সেন্ট করে নেগেটিভ ব্যালেন্স অ্যাড হচ্ছে।

তারপরও যদি আপনি Redotpay এর সেবা নিতে চান সবচাইতে নিরাপদ ব্যবহার হবে আপনি কার্ডটি প্রত্যেকবার ব্যবহার করার পরে ফ্রিজ করে রাখবেন। আর যখনই দরকার পড়বে তখনই কার্ডটি আনফ্রিজ করে ব্যালেন্স লোড করে ইউজ করবেন এটা সবচাইতে সেইফ আমার কাছে মনে হয়।