NFC টেকনোলজি প্রত্যেকটা ব্যাংকের ফিজিক্যাল কার্ড এর মধ্যে থাকে। আর যদি আপনার মোবাইল ফোনে NFC টেকনোলজি থাকে তাহলে আপনি এটি ব্যবহার করতে পারবেন সমস্যা হবে না। Redotpay ব্যবহার করা আমি ছেড়ে দিছি। আপনার কার্ডে যদি ব্যালেন্স না থাকে কিন্তু যদি কোন প্লাটফর্মে অটো সাবস্ক্রাইব অন থাকে এবং সেখান থেকে যদি আপনার কার্ড থেকে টাকা কাটার চেষ্টা করে তাইলে প্রত্যেকটা ফেইল ট্রানজেকশনের জন্য ১ ডলার কাটে। আমার কার্ডের ব্যালেন্স হয়ে আছে এখন -২৬$ আমি যখন অ্যাপস আনইন্সটল করে দিছি তখন ব্যালেন্স ছিল -৭$।
আরেকটা বিষয় আপনারা খেয়াল করেছেন কিনা অথবা জানেন কিনা আমার মনে হয় RedotPay এর কার্ড এর ইনফরমেশন গুলো লিক হয়। কারন আমি আমার কার্ড পরিচিত কোথাও ছাড়া অপরিচিত কাউকে শেয়ার করিনি এবং উল্টাপাল্টা কোন প্লাটফর্মে এডও করিনি তারপরেও দেখা যাচ্ছে যে এমন এমন পারচেজ গুলো মাঝেমধ্যে হওয়ার চেষ্টা করে যেগুলো আমি কখনো সার্ভিস নেইনি। এইভাবে আমার একবার কার্ড থেকে ৭ ডলার কেটে নিয়েছিল তারপর থেকে আমি Redotpay ব্যবহার করা বন্ধ করে দিয়েছি। শুধু আমার সাথে এমনটা হয়েছে যে তা নয় আমার পরিচিত কিছু ফ্রেন্ডের সাথেও এরকম ঘটনা ঘটেছে। মূলত এইসব কার্ডগুলোকে বিন অ্যাটাক করা হয়। যে কারণেই দেখবেন যে আপনার কার্ড ট্রানজেকশন ফেল হচ্ছে আর ৫০ সেন্ট করে নেগেটিভ ব্যালেন্স অ্যাড হচ্ছে।
তারপরও যদি আপনি Redotpay এর সেবা নিতে চান সবচাইতে নিরাপদ ব্যবহার হবে আপনি কার্ডটি প্রত্যেকবার ব্যবহার করার পরে ফ্রিজ করে রাখবেন। আর যখনই দরকার পড়বে তখনই কার্ডটি আনফ্রিজ করে ব্যালেন্স লোড করে ইউজ করবেন এটা সবচাইতে সেইফ আমার কাছে মনে হয়।
আমি এই নিউজটা এখানেই পোস্টটা দেখে একটু সার্চ করে দেখার চেষ্টা করলাম বিষয়টা আসলে কি ,অনেক কঠিন একটা বিষয়। কয়েকটি বিশ্বস্ত কয়েন মার্কেটের উপরের দিকে অবস্থিত বেশ কিছু জনপ্রিয় কয়েন Sui, Aptos, Axler, Near, Sei এগুলো নিয়ে অফার করা হয় যে আপনারা টোকেন ক্রয় করবেন কিনা এবং আমি এক্সচেঞ্জ দামের থেকে ৫০% কমে দেব। এই মুহূর্তে আমার মনে হয় এই অফার পাওয়ার পর অনেকেই বলবে চান্স নিয়ে দেখি।
বিষয়টা এমন না যে OTC ডিল বলতে কিছু নেই। OTC Deal গুলো অনেক আগে থেকেই মার্কেটে চলে আসছে। ইস্ক্যামের বিষয়টা পরবর্তীতে ঘটে। যখন দেখতে থাকলো যে ওটিসি ডিল গুলোর প্রচুর পরিমাণে চাহিদা তখন তারা ওটিসি ডিল থেকে সরে এসে পঞ্জী স্কিমে চলে যায়।
ঠিক এই লোভটাকে কাজে লাগিয়ে Aza VC টেলিগ্রামের মাধ্যমে মুরগি খুঁজে এই স্ক্যাম করে। এখানে মূলত স্ক্যাম হঠাৎ করে প্লান করে করে না বরং দীর্ঘদিনের সাজানো ও পরিকল্পনা মত এই প্লান করে।
Aza VC আমি যতটুকু জানি তারা মার্কেটে আছে প্রায় ছয় থেকে সাত বছর যাবৎ। তাহলে দেখুন তাদের এই মার্কেটে বিশ্বস্ততা গড়ে তুলেছে ছয়-সাত বছরের যাবত। তারা যে হঠাৎ করে এরকম একটা স্ক্যাম করে ফেলবে বা ঘটিয়ে ফেলবে সেটা কেউ ভাবতেই পারেনি। আর এখানে সবচাইতে বড় বোকামি হচ্ছে আমাদের বাঙ্গালীদের ই । আমরা কোন রিসার্চ না করেই ওটিসি ডিলগুলোতে ঝাঁপিয়ে পড়ছিলাম। যখন কিনা একটা প্রজেক্টের ১০০% টোকেন মার্কেটে আনলক রয়েছে তারপরেও সেই প্রজেক্ট এর টোকেন গুলো ওটিসি দিলে পাওয়া যাচ্ছিল আর ওটিসি ডিল গুলো প্রায় ভাত মাছের মত হয়ে গিয়েছিল যে কেউ নিতে পারছিল আর প্রত্যেকদিন নতুন নতুন ওটিসি ডিল আসতে ছিল।