Post
Topic
Board Other languages/locations
Re: ফ্রি র‍্যাফেলে অংশগ্রহণ করে বিজয়ী হলাম।
by
God Of Thunder
on 30/06/2025, 09:19:22 UTC
ফাইনালি আবারো একটি ফ্রি র‍্যাফেলে অংশগ্রহণ করে বিজয়ী হলাম

আলহামদুলিল্লাহ আমার ভাগ্য অনেক ভালো, যদিও আমি বেশি ফ্রি র‍্যাফেলে অংশগ্রহণ করি না, কিন্তু কয়েকদিন পর পর বিজয়ী হয়ে যাই। মনে হয় এখন পর্যন্ত ৪০ টি মতো ফ্রি র‍্যাফেলে অংশগ্রহণ করেছিলাম যার মধ্যে প্রায় ৭-৮ বার বিজয়ী হতে পেরেছি, যারা বলেন ফ্রি র‍্যাফেলে অংশগ্রহণ করে বিজয়ী হওয়া যায় না, কিন্তু যদি আপনার লাক ভালো থাকে তাহলে অবশ্যই বিজয়ী হতে পারবেন। যদিও এই র‍্যাফেলের পুরুষ্কার হাতে পাওয়া খুবই কঠিন। কিন্তু পুরষ্কার হাতে পাওয়ার চেয়ে বিজয়ী হওয়া অনেক আনন্দময়, কেননা এখানে আরও ৩০/৩৫ জন অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে আমি ভাগ্যবান ছিলাম।



আপনাকে অভিনন্দন। এই যে ৭-৮ বার বিজয়ী হলে, এটা কি আপনি আপনার ঠিকানায় ডেলিভারি নিয়েছেন নাকি? আমি তো এসবে জয়েন করি না কারণ এগুলো দেশে আনা মানে হুদাই টাকা নষ্ট করা। কাস্টমস অনেক বেশি ঝামেলা করে। আর যদি সেটা ক্রিপ্টো রিলেটেড কিছু হয়, তাহলে তো কোনো কথা কাজে আসবে না। আমি একবার একটা কার্ড জিতেছিলাম একটা মিক্সার থেকে, সেটা গাজেটা বিটকয়েন কে দিয়ে দিয়েছিলাম। কারণ দেশে আনার মতো তেল বা সাহস কোনোটাই আমার হয় নাই।

আপনি এগুলো করেছেন জানালে খুশি হইতাম। যদি দেশে এনে থাকেন, তাহলে সেটার প্রসেস কি ছিলো। আমি স্পোর্টসবেট থেকে দুইটা জার্সি আর একটা স্কার্ফ পাইছিলাম, সেটা রিসিভ করতে আমাকে অনেক কষ্ট করছে হয়েছে। এর পর থেকে আমি আর কোনো ধরনের কন্টেস্ট এ জয়েন করি নাই।