আপনাকে অভিনন্দন। এই যে ৭-৮ বার বিজয়ী হলে, এটা কি আপনি আপনার ঠিকানায় ডেলিভারি নিয়েছেন নাকি? আমি তো এসবে জয়েন করি না কারণ এগুলো দেশে আনা মানে হুদাই টাকা নষ্ট করা। কাস্টমস অনেক বেশি ঝামেলা করে। আর যদি সেটা ক্রিপ্টো রিলেটেড কিছু হয়, তাহলে তো কোনো কথা কাজে আসবে না। আমি একবার একটা কার্ড জিতেছিলাম একটা মিক্সার থেকে, সেটা গাজেটা বিটকয়েন কে দিয়ে দিয়েছিলাম। কারণ দেশে আনার মতো তেল বা সাহস কোনোটাই আমার হয় নাই।
আপনি এগুলো করেছেন জানালে খুশি হইতাম। যদি দেশে এনে থাকেন, তাহলে সেটার প্রসেস কি ছিলো। আমি স্পোর্টসবেট থেকে দুইটা জার্সি আর একটা স্কার্ফ পাইছিলাম, সেটা রিসিভ করতে আমাকে অনেক কষ্ট করছে হয়েছে। এর পর থেকে আমি আর কোনো ধরনের কন্টেস্ট এ জয়েন করি নাই।
আরে ভাই এইগুলো কিছুই এখনো আনা হয় নাই, প্রত্যেক বার হোল্ড করে রেখে দিতে বলেছিলাম, এই গূলো এনে কি নিজেকে ঝামেলায় ফেলবো নাকী। আর ফ্রি দিতে হবে আবার নানান ঝামেলা। আমি ৭-৮ বারের মধ্যে একবার পুরষ্কার নিয়েছিলাম, সেটি বিটকয়েনের মাধ্যমে পেমেন্ট করেছিলো, মেবি ৪৯ ডলারের পেমেন্ট পেয়েছিলাম, এই আমার লাভ। বিজয়ী হয়ে কোন লাভ হয় না, অযথা অংশগ্রহণ করি, কিন্তু বিজয়ী হলে খুবই ভালো লাগে এর জন্য অংশগ্রহণ করি। দেখা যায় অনেকেই অভিনন্দন জানায়, এই আরকী।