Post
Topic
Board Other languages/locations
Re: ফ্রি র‍্যাফেলে অংশগ্রহণ করে বিজয়ী হলাম।
by
God Of Thunder
on 01/07/2025, 10:20:45 UTC
আরে ভাই এইগুলো কিছুই এখনো আনা হয় নাই, প্রত্যেক বার হোল্ড করে রেখে দিতে বলেছিলাম, এই গূলো এনে কি নিজেকে ঝামেলায় ফেলবো নাকী। আর ফ্রি দিতে হবে আবার নানান ঝামেলা। আমি ৭-৮ বারের মধ্যে একবার পুরষ্কার নিয়েছিলাম, সেটি বিটকয়েনের মাধ্যমে পেমেন্ট করেছিলো, মেবি ৪৯ ডলারের পেমেন্ট পেয়েছিলাম, এই আমার লাভ। বিজয়ী হয়ে কোন লাভ হয় না, অযথা অংশগ্রহণ করি, কিন্তু বিজয়ী হলে খুবই ভালো লাগে এর জন্য অংশগ্রহণ করি। দেখা যায় অনেকেই অভিনন্দন জানায়, এই আরকী।  Grin

আমি আসলে পর্যাপ্ত সময় পাই না, আর বেশিরভাগ সময় খেয়াল ই করি না কি হচ্ছে। নইলে আপনার মতো আমি এসব উইনার হলে ফোরামে কয়েকজনের সাথে ভালে রিলেশন করে ফেলতাম। আমি এর আগের টা গাজেটা কে দিয়ে দিছিলাম। ধরেন আমি এরকম ৫ টা কন্টেষ্ট জিতে গেলাম, আমি যেহেতু এগুলো রিসিভ করতে পারছি না, খজে খুজে ফোরামের রেপুটেড মেম্বারদের অফার করতাম যে তারা সেটা রিসিভ করতে চায় কি না। এতে করে তাদের সাথে ভালো একটা সম্পর্ক তৈরী হতো।

এখন আমার এই কথা শুনে আবার সবাই এভাবে ধুমায়া মানুষকে এগুলো অফার করতে যাইয়েন না। তাইলে আবার মনে করতে পারে যে আপনি আসলে পজেটিভ ফিডব্যাক বানানোর জন্য হয়তো এগুলো করছেন। এটা জাষ্ট একটা ধারনা দিলাম আরকি।