Post
Topic
Board Other languages/locations
Re: ফ্রি র‍্যাফেলে অংশগ্রহণ করে বিজয়ী হলাম।
by
Nothingtodo
on 01/07/2025, 14:54:04 UTC
ফাইনালি আবারো একটি ফ্রি র‍্যাফেলে অংশগ্রহণ করে বিজয়ী হলাম

আলহামদুলিল্লাহ আমার ভাগ্য অনেক ভালো, যদিও আমি বেশি ফ্রি র‍্যাফেলে অংশগ্রহণ করি না, কিন্তু কয়েকদিন পর পর বিজয়ী হয়ে যাই। মনে হয় এখন পর্যন্ত ৪০ টি মতো ফ্রি র‍্যাফেলে অংশগ্রহণ করেছিলাম যার মধ্যে প্রায় ৭-৮ বার বিজয়ী হতে পেরেছি, যারা বলেন ফ্রি র‍্যাফেলে অংশগ্রহণ করে বিজয়ী হওয়া যায় না, কিন্তু যদি আপনার লাক ভালো থাকে তাহলে অবশ্যই বিজয়ী হতে পারবেন। যদিও এই র‍্যাফেলের পুরুষ্কার হাতে পাওয়া খুবই কঠিন। কিন্তু পুরষ্কার হাতে পাওয়ার চেয়ে বিজয়ী হওয়া অনেক আনন্দময়, কেননা এখানে আরও ৩০/৩৫ জন অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে আমি ভাগ্যবান ছিলাম।

#88 - Bd officer
Thanks  Cheesy


And we have a winner!
এই প্রাইসের দাম কত ? যদি টাকা খরচ করে দাম নাই তোলা যায় তাহলে সে ক্ষেত্রে কিছুই লাভ হবে না। ২৪ ক্যারেট স্বর্ণের প্রলেপ দেওয়া ডিজাইন এ লেখা আছে এটা কি আসলে সত্য। ২৪ ক্যারেট স্বর্ণের যে দাম। এগুলা যদি রিপ্লেস করে কিছু টাকা পয়সা দেয় সেটাই ভালো হতো। অথবা বিক্রি করা যায় কিনা এটা অ্যানাউন্সমেন্ট উল্লেখ থাকলে ভালো হতো। ইউএস এর বাইরে ডেলিভারি দিতে হলে অবশ্যই সিপমেন্ট খরচ দিতে হবে। আমাদের দেশে আনতে গেলে অনেক বেশি খরচ হবে এবং বিশেষ করে আইনের ঝামেলা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু এই পুরস্কারের পরিবর্তে যদি বিটকয়েন কিংবা টাকা দেওয়া সম্ভব হতো এটাই অনেক বেটার হতো। যা হোক পুরস্কারের চেয়ে এতগুলো মানুষের মাঝে নির্বাচিত হয়েছেন এটাই বড় কথা। শিপমেন্টের পরিবর্তে আপনি যদি তাদের কাছে হোল্ডিং করে রেখে দেন তাহলে তারা হোল্ডিং করে রেখে দেবে। এবং সেটাই করে দেন অথবা ইউএসএ তে যদি আপনি কারো কাছে রেখে দিতে চান অথবা দিয়ে দেন সেটাও করতে পারেন।