ফেসবুকে একটি পোস্ট পড়ে একটা বিষয় জীবনে ভুল ধারণা ছিল সেটা ক্লিয়ার হয়ে গেল এবং এখানে আমি শেয়ার করার চেষ্টা করলাম। কেউ মাইন্ডে নিয়েন না। আমি আগে ভাবতাম দাজ্জাল কোন এক ব্যক্তির নাম যার কপালে এক চোখ থাকবে এবং কপালে ত্রিভুজ আকৃতির কিছু সনাক্তকারি চিহ্ন থাকবে। কিন্তু দাজজাল মুলত কোন একক ব্যক্তি নয় বরং একটা সিস্টেম ব্যবস্থা। ধরেন আমাদের বর্তমানে প্রিয় Bitcoin, Blockchain অর্থাৎ ডিজিটাল কারেন্সি যা একটি দাজজালিয় সিস্টেম যা আমরা এমনভাবে গ্রহণ করেছি যা এখন ইচ্ছে করলেও জীবন থেকে বাদ দিতে পারবো না।
যেমন ধরুন Artificial intelligence (AI) এখন পৃথিবীর টক অব দ্য ইয়ার। পৃথিবীতে প্রতিযোগিতা হচ্ছে এআই এর জন্য। এআই দিয়ে এমন প্রাণবন্ত ভিডিও, ছবি বানানো হচ্ছে যা দেখে সনাক্ত করা সম্ভব নয় আসল না নকল। এগুলো সবই দাজজালিয় ফিতনা যা আমরা হাসিমুখে সাদরে গ্রহণ করছি।
আসলে ভাই এই বিষয়ে আমি আমাদের দেশের কিছু টপ লেবেলের ওলামায়ে কেরামদের কিছু ভিডিও দেখেছিলাম, যেখানে শায়েখ আহমাদুল্লাহ তিনিও বলে থাকেন যে দাজ্জাল কোন এক ব্যাক্তি হবে, যার কপালে কাফের লিখা থাকবে। আসলে দাজ্জাল মানে কী? দাজ্জাল হলো ছলনাময়ী, ধোকাবাজ, তিনি মুসলমানদের ধোকা দিয়ে ছলনা দিয়ে ঈমান নষ্ট করবে। এখন আমার হাদিস সম্পর্কে এতটা ধারনা নেই, জানি না আমরা কোনটা আসল হাদিস বা কোনটা নকল হাদিস। এখন আরও একটা ইউটিউবে ভিডিও দেখেছিলাম, যে যখন পৃথিবীতে দাজ্জালের আবির্ভাব ঘটবে তখন দাজ্জাল ৪০ দিন এই পৃথিবীতে রাজত্ব করবে এবং ৪০ দিন পর ইমাম মাহদীর হাতে দাজ্জালের মৃত্যু হবে এবং দাজ্জাল সম্পর্কে নুহ (আ) তার উম্মতের সতর্ক করেছিলেন, তাই এখানে বোঝা যায় দাজ্জালের আগেই তার জন্ম হয়েছে। এখন শুধু পৃথিবীতে আবির্ভাব হবে, জানি না আসলে সত্যি কী? তিনি এক ব্যক্তি হবে নাকী কোন প্রযুক্তি হবে, তবে AI এটাও দাজ্জালের ফিতনা হতে পারে।
আর পৃথিবীতে যখন জুলুম অন্যায় অত্যাচার ব্যাপক পরিমাণে শুরু হবে তখনই পৃথিবীতে দাজ্জালের আবির্ভাব হবে। দেখেন এখন ন্যায়বিচার হয়? কখনোই আপনি ন্যায় বিচার পাবেন না, যার টাকা আছে বিচার তার দিকেই চলে যায় যদিও সে অন্যায় করেছিল। আর এখন শতকরা কত পারসেন্ট লোক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে? এখন মানুষ আস্তে আস্তে নামাজের কথা ভুলে যাবে, অন্যায় অত্যাচার অবিচারে লিপ্ত হবে, যা আমাদের নবী পূর্বে থেকে এই ভবিষ্যতবানী করে গিয়েছিলেন। যাই হোক আল্লাহ সকলকে ঈমান দান করুক, দাজ্জালের সকল ফিতনা থেকে হেফাজত করুক। আমিন।