Post
Topic
Board Other languages/locations
Re: জুন মাসের একটিভিটি ২০২৫
by
Nothingtodo
on 03/07/2025, 14:44:25 UTC

িিি


জুন  মাসের  টোটাল পোস্ট হয়েছে           = 120টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে                = 37টি



মে  মাসের  টোটাল পোস্ট হয়েছে           = 184টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে                = 64টি

5. Nothingtodo [10]
আমাদের বাংলা কমিউনিটির সদস্যদের সক্রিয়তা আসলেই কমে গেছে যেখানে অতীতের মাস গুলোতে পোস্টের সংখ্যা অনেক বেশি ছিল কিন্তু এ বছর সেটা কমে গিয়ে 120 নেমে এসেছে। তবে আগামীতে বাড়বে বলে আশাবাদী। আমরা যদি সবাই যার যার সক্রিয় অবস্থান থেকে চেষ্টা করি তাহলে অবশ্যই আমাদের এখানে কনস্ট্রাক্টিভ পোস্টের সংখ্যা বৃদ্ধি পাবে। এবং বেশ কয়েকদিন আগে আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পারসন @Little Mouse ভাই বলেছিলেন আমরা ভবিষ্যতে খুব তাড়াতাড়ি বাংলা লোকাল বোর্ড পেতে যাচ্ছি। আমাদের সক্রিয়তা বৃদ্ধি পেলে অবশ্যই এই ভবিষ্যৎবাণী সত্যি হতে পারে। তাই আমরা চেষ্টা করব নিজেদের অবস্থান থেকে আমাদের সক্রিয়তা বৃদ্ধি করা।
Crypto Library ভাই শত ব্যস্ততার মাঝেও পোস্ট করে সর্বোচ্চ হয়েছেন। এবং যারা পরবর্তীতে রয়েছেন তারাও যথেষ্ট চেষ্টা করেছেন। আমি ৫ নাম্বার হয়েছি এবং আশাবাদী আগামী মাসে ইনশাআল্লাহ আরো বেশি পোস্ট করার চেষ্টা করব এবং সেটা অবশ্যই হবে কনস্ট্রাক্টিভ।