Post
Topic
Board Other languages/locations
Re: জুন মাসের একটিভিটি ২০২৫
by
Mahiyammahi
on 03/07/2025, 17:08:01 UTC
এবং বেশ কয়েকদিন আগে আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পারসন @Little Mouse ভাই বলেছিলেন আমরা ভবিষ্যতে খুব তাড়াতাড়ি বাংলা লোকাল বোর্ড পেতে যাচ্ছি।

এমন টা হলে তো ভালোই খারাপ না৷ আশা করছি আমাদের সক্রিয়তা বেড়ে যাবে ফোরাম। আমাদের এটা ফাইন্ড আউট করতে হবে আগে যে অন্যান্য বোর্ড এর থেকে আমাদের বোর্ড এ কি এমন কমতি আছে যে জন্য এক্টিভিটি এমন কম হয়। সেটা নিয়ে কাজ করলে এটা ঠিক হয়ে যাবে মনে করছি আমি।




বাংলা বোর্ড এ Poker খেলতে পারেন এমন কত জন আছেন। তাহলে আমি একটা ম্যাচ হোস্ট করতে চাচ্ছিলাম। মোটামোটি ৫+ জন হলে করা যায় বিষয় টা। কোনো স্পন্সর নেই, এমনি আপনাদের সাথে সময় কাটানোর জন্য,  মজা করার জন্য খেলতে চাচ্ছিলাম।

উইনার এর জন্য ছোট খাট প্রাইজ পুল থাকবে আমার পক্ষ থেকে।খুব বড় নয় তবে থাকবে কিছু।  সাড়া পেলে আমি হোস্ট করতে পারি।