উইনার এর জন্য ছোট খাট প্রাইজ পুল থাকবে আমার পক্ষ থেকে।খুব বড় নয় তবে থাকবে কিছু। সাড়া পেলে আমি হোস্ট করতে পারি।
এটা খুবই ভালো উদ্যোগ আমি আছি ভাই আপনার সাথে আপনি হোস্ট করেন। এরকমটা যদি করা যায় তাহলে ভালই হবে লোকাল বোর্ডের সবাই যদি যোগদান করে তাহলে ভালই হবে। আপনি ভাই চাইলে এটা চালাতে পারেন কোন স্পন্সর না থাকলেও আমি ছোটখাটো আকারে আপনার সাথে স্পন্সর করব। আস্তে আস্তে এটা শুরু করলে পরবর্তীতে আমরা এটা নিয়ে আরো ভালো কিছু চিন্তা করতে পারবো। স্পন্সরের বিষয়গুলো চিন্তা করা যাবে আগে শুরু করেন।