স্পন্সরের বিষয়গুলো চিন্তা করা যাবে আগে শুরু করেন।
শুরু করার জন্য যথেষ্ঠ লোক লাগবে, ৫ জন এর কম হলে খেলায় মজা পাওয়া যাবে না।
খারাপ বুদ্ধি না, করতে পারেন আমি আছি, তবে আমি তো ভাই Poker গেমে নুবরা, লুডুতে পাইলে ফাটাই দিতাম
এটা ফ্রেন্ডলি ম্যাচ, শুধু আমাদের লোকার বোর্ড এর জন্যই হবে। বলতে গেলে আমিও নুব, খুব একটা এক্সপার্ট যে সেরকম না। কিন্তু আমার কাছে ভালো লাগে তাই খেলি, ফোরাম এর ফ্রি রোল কোনো টুরনামেন্ট হলে জয়েন করার চেষ্টা করি। লোকাল বোর্ড মেম্বার দের মাঝে এটা শুরু করতে যাচ্ছি। কারন বর্তমান এ দেখছি অনেক টুরনামেন্ট, ইভেন্ট হচ্ছে পোকার এর তাই।
CL এর মতো আমি নিজেও নুব, তবে মজা করার অসিলাই যদি খেলা যায় তাহলে মন্দ হয়না! তবে হোস্ট করবেন কিভাবে?
Poker Now তে হোস্ট করার কথা ভেবেছি৷ Memehunter সাহায্য করবে বলেছে আমাকে গেইম টি হোস্ট করতে৷ ভাবছি সর্বশেষ ২ জন বিজয়ী ঘোষণা করবো৷ এমনি তে মেম্বার রেস্পন্স কম। আপনি খেললে আমাকে সহ ৪জন হবে।