এইসবের জন্য আমার সময়ের অভাব নাই। আমি এইসব নিয়ে এইখানে আলোচনা করতে পছন্দ করি কিন্তু খুব বেশি মানুষ এইসব নিয়ে আগ্রহী না। কেউ আগ্রহী থাকা মানে আলোচনা করা এবং আলোচনা করা মানে নতুন কিছু শিখা।
ভাই আবারো যদি সময় থাকে তাহলে, "Bitcoin Silent Payment" নিয়ে একটু আইডিয়া দিতে পারেন? যদি জেনে থাকেন আর কি! আমি Cakewallet এক্সপ্লোর করতেছি সেখানে এই ফিচারস্ টা দেখলাম।

অনেক আগে এই টার্ম পড়েছিলাম তবে বিস্তারিত জানার প্রয়োজন হয় নি বলে দেখা হয় নি আর। মাত্র একটু গুগল করলাম। ফোরামের দুইটা আর্টিকেল পড়লাম।
আপনি কি কোনো প্রাইভেসি কয়েন ব্যবহার করেছেন? প্রাইভেসি কয়েন ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে আপনার লেনদেন গোপন রাখা। মনেরোতে আপনার সব লেনদেন গোপন। মানে আমরা যেমন চাইলে বিটকয়েনের রিসিভার বা সেন্ডার দুইজনের এড্রেস দেখতে পারি, প্রাইভেসি কয়েনে আপনি সেগুলো হাইড করতে পারবেন। আমি অনিয়ন নামে একটা কয়েনের স্টেলথ এড্রেস ফিচার ব্যবহার করেছিলাম, শুধুই ব্যবহার করা এবং বুঝার জন্য। ওইখানে স্টেল্থ এড্রেস দিয়ে রিসিভ করা কয়েন আপনার কোন পাবলিক এড্রেসে আপনি রিসিভ করছেন এইটা কেউ জানবে না, কেউ দেখবে না।
এই সেম ফিচারটাই সাইলেন্ট পেমেন্ট এর কাজ। আপনি একটা ইউনিক আইডেন্টিফায়ার দিয়ে বিটকয়েন রিসিভ করবেন কিন্তু কেউ জানবে না এইটা কোন পাবলিক এড্রেসে জমা হয়েছে।
তবে এইখানে একটা খটকা থেকে গেছে আমার। এখন সকাল 7.20 বাজে। এই পর্যন্ত যতগুলো লেনদেন বিটকয়েন ব্লকচেইনে হয়েছে সবগুলোর রেকর্ড আছে। যতগুলো এড্রেস ফান্ডেড তার রেকর্ডও চাইলে বের করা যায়। তাহলে আমি যদি কাউকে এখন সাইলেন্ট পেমেন্ট করি, তাহলে নিশ্চয়ই তার পাবলিক এড্রেস আমি খুঁজে পাবো। কারণ প্রতিবার এইখানে নতুন এড্রেস ক্রিয়েট হবে। তাহলে সমাধান কি এই ক্ষেত্রে। অনেক বেশি মানুষ একসাথে ব্যবহার না করলে মনে হয় না এইটা কার্যকরী হবে যদি আমার ধারণা ভুল না হয়। চেইন এনালাইসিস যারা করে তাদের জন্য সহজ হবে এইটা খুঁজে বের করা।
আমি আরো বিস্তারিত পড়বো সময় পেলে। তারপর একটা আর্টিকেল লিখব।