এইসবের জন্য আমার সময়ের অভাব নাই। আমি এইসব নিয়ে এইখানে আলোচনা করতে পছন্দ করি কিন্তু খুব বেশি মানুষ এইসব নিয়ে আগ্রহী না। কেউ আগ্রহী থাকা মানে আলোচনা করা এবং আলোচনা করা মানে নতুন কিছু শিখা।
ভাই আবারো যদি সময় থাকে তাহলে, "Bitcoin Silent Payment" নিয়ে একটু আইডিয়া দিতে পারেন? যদি জেনে থাকেন আর কি! আমি Cakewallet এক্সপ্লোর করতেছি সেখানে এই ফিচারস্ টা দেখলাম।

এগুলো দেশে আনা মানে হুদাই টাকা নষ্ট করা। কাস্টমস অনেক বেশি ঝামেলা করে। আর যদি সেটা ক্রিপ্টো রিলেটেড কিছু হয়, তাহলে তো কোনো কথা কাজে আসবে না। আমি একবার একটা কার্ড জিতেছিলাম একটা মিক্সার থেকে, সেটা গাজেটা বিটকয়েন কে দিয়ে দিয়েছিলাম। কারণ দেশে আনার মতো তেল বা সাহস কোনোটাই আমার হয় নাই।
আপনি এগুলো করেছেন জানালে খুশি হইতাম। যদি দেশে এনে থাকেন, তাহলে সেটার প্রসেস কি ছিলো। আমি স্পোর্টসবেট থেকে দুইটা জার্সি আর একটা স্কার্ফ পাইছিলাম, সেটা রিসিভ করতে আমাকে অনেক কষ্ট করছে হয়েছে। এর পর থেকে আমি আর কোনো ধরনের কন্টেস্ট এ জয়েন করি নাই।
কথা সত্য! আমি আজ পর্যন্ত যতোগুলো রাফেল জিতছি সবগুলোই গেজিটারে দিয়ে দিয়েছি! এতোদিন শুধু আমিই অন্যদের দিতাম, দুইদিন আগে লুসিয়াস উল্টা আমাকে অফার করছিল নেয়ার জন্য! এই কাস্টমস নিয়ে ঝামেলা না থাকলে নিয়ে নিতাম! যদিও আমি মনে করি আমরা অতিরিক্ত ভয় করি, এসব নিয়ে, করাই স্বাভাবিক, বাংলাদেশের লোকজন ভালো না। তবে এসব নেয়া পসিবল। আমার নিজের কাছেই, ballet এর একটা স্টিল কার্ড আছে, পুরো মেটাল, লেজার ইনগ্রেভ করা, পোস্টঅফিসে ডিলিভারি নিসিলাম। আপনি DHL দিয়ে ইজিলি নিতে পারবেন। সব জেলাতেই ওদের ব্রান্চ আছে।
সাড়া পেলে আমি হোস্ট করতে পারি।
CL এর মতো আমি নিজেও নুব, তবে মজা করার অসিলাই যদি খেলা যায় তাহলে মন্দ হয়না! তবে হোস্ট করবেন কিভাবে?