আমি আরো বিস্তারিত পড়বো সময় পেলে। তারপর একটা আর্টিকেল লিখব।
আজকে ভাই আমি প্রথম লাইটনিং নেটওয়ার্ক এর মাধ্যমে বিটকয়েন ট্রান্সেকশন করেছি৷ যেটা দেখলাম এটার ট্রান্সেকশন গুলো বিটকয়েন এর মতো ট্র্যাক করা যাচ্ছে না ব্লকচেইন এ। যেটা প্রাইভেটলি হচ্ছে ট্রান্সেকশন।
লাইটনিং নেটওয়ার্ক এ ফী অনেক কম, এইটা কিভাবে কাজ করে বিটকয়েন লেন দেন এর ক্ষেত্রে যদি একটু ধারনা দিতেন ক্লিয়ার হয়ে যেতো। কারন আমি আমার পাশ থেকে বিটকয়েন সেন্ট করেছি বাইনান্স এ, বাইনান্স এ ট্রান্সেকশন রিসিভ দেখাচ্ছে, কিন্তু এই পাশ থেকে পেন্ডিং এই রয়েছে।
যদি এই সম্পর্কে ধারনা দেন তাহলে বুঝতে পারলে হয়তো খেলবো। আমি CL DS এর চেয়ে নুব, CL ভাইয়ের মতো লুডুতে আছি 😁।
আপনি Teen Patti Gold গেইম টা প্লেস্টোর থেকে ডাউনলোড করে খেলতে পারেন। গেইম এর মধ্যে টিউটোরিয়াল ও আছে।