Post
Topic
Board Other languages/locations
Re: জুন মাসের একটিভিটি ২০২৫
by
God Of Thunder
on 04/07/2025, 15:50:47 UTC
বাংলা বোর্ড এ Poker খেলতে পারেন এমন কত জন আছেন। তাহলে আমি একটা ম্যাচ হোস্ট করতে চাচ্ছিলাম। মোটামোটি ৫+ জন হলে করা যায় বিষয় টা। কোনো স্পন্সর নেই, এমনি আপনাদের সাথে সময় কাটানোর জন্য,  মজা করার জন্য খেলতে চাচ্ছিলাম।

উইনার এর জন্য ছোট খাট প্রাইজ পুল থাকবে আমার পক্ষ থেকে।খুব বড় নয় তবে থাকবে কিছু।  সাড়া পেলে আমি হোস্ট করতে পারি।

সারা জীবন খেলে আসছি কল ব্রিজ আর টুয়েন্টি নাইন। এখন দেখি এগুলার কোনো চান্স নাই। সবাই পোকার খেলে, আর আমি এর কিছুই বুঝি না। কয়েকদিন ধরেই ভাবছিলাম কন্টেস্ট গুলোতে জয়েন করবো। ইভেন পোকারনাউ এ রেজিস্ট্রেশন ও করেছি। ইউটিউব ভিডিও দেখে দেখে পোকার কার্ড এর কিছুটা বুঝার চেষ্টা করলাম। আশা করি কিছুটা এক্সপেরিয়েন্স হয়েছে। আসলে পুরোটাই ডিপেন্ড করে আমি কি কার্ড পেলাম। মানে পুরাই লাকের ওপর। জানি না পোকারে স্কিল কতোটা জরুরী। তবে আমিও ট্রাই করবো পোকার! আয়োজন করলে আমাকেও ধরে নিয়েন। আর সময় জানায়েন। সময় না মিললে নাও খেলতে পারি। কাজের ব্যাস্ততায় আটকে থাকি সব সময়।