Next scheduled rescrape ... never
Version 1
Last scraped
Scraped on 04/07/2025, 20:52:27 UTC
সারা জীবন খেলে আসছি কল ব্রিজ আর টুয়েন্টি নাইন। এখন দেখি এগুলার কোনো চান্স নাই। সবাই পোকার খেলে, আর আমি এর কিছুই বুঝি না। কয়েকদিন ধরেই ভাবছিলাম কন্টেস্ট গুলোতে জয়েন করবো। ইভেন পোকারনাউ এ রেজিস্ট্রেশন ও করেছি। ইউটিউব ভিডিও দেখে দেখে পোকার কার্ড এর কিছুটা বুঝার চেষ্টা করলাম। আশা করি কিছুটা এক্সপেরিয়েন্স হয়েছে। আসলে পুরোটাই ডিপেন্ড করে আমি কি কার্ড পেলাম। মানে পুরাই লাকের ওপর। জানি না পোকারে স্কিল কতোটা জরুরী। তবে আমিও ট্রাই করবো পোকার! আয়োজন করলে আমাকেও ধরে নিয়েন। আর সময় জানায়েন। সময় না মিললে নাও খেলতে পারি। কাজের ব্যাস্ততায় আটকে থাকি সব সময়।
ভাই আমি আসলে  কনফিউশনে থাকি যে,  ব্ল্যাক জ্যাক,  পোকার,  কল ব্রিজ এবং টুয়েন্টি নাইন এগুলোর মধ্যে পার্থক্যগুলা কি এক কয়েকবার কল ব্রিজ এবং টুয়েন্টি নাইন বিকালে আড্ডায় বন্ধু-বান্ধবদের সাথে খেলা হয়েছে।
----যেভাবে ফোরামে হাইপ উঠতেছে আমার আসলে  এই সবগুলা ভালোভাবে এক্সপ্লোর করার ইচ্ছা জাগতেছে।  

অভিনন্দন Little Mouse আর God Of Thunder কে । আপনারা দুজন এ মাসের DT1 লিস্টেও আছেন।
ধুর মিয়া আপনি আজকে জানেন, তারা DT1 লিস্টে রয়েছে,  Little Mouse  ভাইকে তো আমি বছরের বেশি হয়েছে যে ডিটি১ লিস্টে যেতে দেখতেছি আর God Of Thunder কেও আরো কয়েক মাস আগে থেকেই ডিটি১ এ যেতে দেখেছি যদিও মাঝখানে গ্যাপ ছিল আর এটা থাকা স্বাভাবিকও।

এরা দুইজন বর্তমানে  আমাদের থ্বাংলা কমিউনিটিেড এর এসেট হয়ে দাঁড়িয়েছে(LM,GOT ভাইবেন না পাম্প মারতেছি Roll Eyes ), শুধুমাত্র এদের দুইজনের মেরিট সোর্স হওয়া বাকি রয়েছে তাহলে বাংলা  থ্রেড এর আল্টিমেট গোল বাংলা বোর্ড পাওয়ার জন্য অনেক বেশি এগিয়ে যাওয়া যেত।


যাই হোক Little Mouse আপনি কি মেরিট সোর্স এপ্লিকেশন নিয়ে কিছু ভেবেছেন ? God Of Thunder আপনাকেও একই প্রশ্ন :")

তাছাড়া আরেকটি কথা প্রায় আড়াই বছর হয়ে গিয়েছে আমাদের লোকাল বোর্ড এর এপ্লিকেশন থ্রেডটি কোনো বাম্প  করা হয়নি, কি মনে করেন আপনারা এটাকে কি এখন বাম্প করা যায়?

তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি এটি বাম্প করার চাইতে নতুন করে একটা থ্রেড করলে ভালো হতো। Little Mouse এটি যদি আপনি করতেন আমার মনে হয় ভালো হতো বড় সাপোর্ট বা সারা পাওয়া যেত।




Original archived Re: বাংলা (Bengali)
Scraped on 04/07/2025, 20:47:38 UTC
সারা জীবন খেলে আসছি কল ব্রিজ আর টুয়েন্টি নাইন। এখন দেখি এগুলার কোনো চান্স নাই। সবাই পোকার খেলে, আর আমি এর কিছুই বুঝি না। কয়েকদিন ধরেই ভাবছিলাম কন্টেস্ট গুলোতে জয়েন করবো। ইভেন পোকারনাউ এ রেজিস্ট্রেশন ও করেছি। ইউটিউব ভিডিও দেখে দেখে পোকার কার্ড এর কিছুটা বুঝার চেষ্টা করলাম। আশা করি কিছুটা এক্সপেরিয়েন্স হয়েছে। আসলে পুরোটাই ডিপেন্ড করে আমি কি কার্ড পেলাম। মানে পুরাই লাকের ওপর। জানি না পোকারে স্কিল কতোটা জরুরী। তবে আমিও ট্রাই করবো পোকার! আয়োজন করলে আমাকেও ধরে নিয়েন। আর সময় জানায়েন। সময় না মিললে নাও খেলতে পারি। কাজের ব্যাস্ততায় আটকে থাকি সব সময়।
ভাই আমি আসলে  কনফিউশনে থাকি যে,  ব্ল্যাক জ্যাক,  পোকার,  কল ব্রিজ এবং টুয়েন্টি নাইন এগুলোর মধ্যে পার্থক্যগুলা কি এক কয়েকবার কল ব্রিজ এবং টুয়েন্টি নাইন বিকালে আড্ডায় বন্ধু-বান্ধবদের সাথে খেলা হয়েছে।
----যেভাবে ফোরামে হাইপ উঠতেছে আমার আসলে  এই সবগুলা ভালোভাবে এক্সপ্লোর করার ইচ্ছা জাগতেছে। 

অভিনন্দন Little Mouse আর God Of Thunder কে । আপনারা দুজন এ মাসের DT1 লিস্টেও আছেন।
ধুর মিয়া আপনি আজকে জানেন, তারা DT1 লিস্টে রয়েছে,  Little Mouse  ভাইকে তো আমি বছরের বেশি হয়েছে যে ডিটি১ লিস্টে যেতে দেখতেছি আর God Of Thunder কেও আরো কয়েক মাস আগে থেকেই ডিটি১ এ যেতে দেখেছি যদিও মাঝখানে গ্যাপ ছিল আর এটা থাকা স্বাভাবিকও।

এরা দুইজন বর্তমানে  আমাদের থ্রেড এর এসেট হয়ে দাঁড়িয়েছে, শুধুমাত্র এদের দুইজনের মেরিট সোর্স হওয়া বাকি রয়েছে তাহলে বাংলা  থ্রেড এর আল্টিমেট গোল বাংলা বোর্ড পাওয়ার জন্য অনেক বেশি এগিয়ে যাওয়া যেত।


যাই হোক Little Mouse আপনি কি মেরিট সোর্স এপ্লিকেশন নিয়ে কিছু ভেবেছেন ? God Of Thunder আপনাকেও একই প্রশ্ন :")

তাছাড়া আরেকটি কথা প্রায় আড়াই বছর হয়ে গিয়েছে আমাদের লোকাল বোর্ড এর এপ্লিকেশন থ্রেডটি কোনো বাম্প  করা হয়নি, কি মনে করেন আপনারা এটাকে কি এখন বাম্প করা যায়?

তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি এটি বাম্প করার চাইতে নতুন করে একটা থ্রেড করলে ভালো হতো। Little Mouse এটি যদি আপনি করতেন আমার মনে হয় ভালো হতো বড় সাপোর্ট বা সারা পাওয়া যেত।