Just enough to motivate each others. Anyway, thanks for notifying.

ধন্যবাদ ভাই আমার হয়ে বলার জন্য। ২দিন যাবত প্রচুর ব্যস্ত ছিলাম LND নোড রান করা নিয়ে। আলহামদুলিল্লাহ সব কিছু সাক্সেসফুল ভাবে করতে পেরেছি। সারাজীবন Windows ব্যবহার করে এসেছি, হুট করে অন্য OS এ শিফট ও করতে পারি না। যে কারনে প্রচুর প্যারা খাইতে হলো। বিশেষ করে ডেভেলপার না হলে তো কথাই নাই টেকনিক্যাল এর ট নলেজ না থাকলে যা হয়।
শাতোশি যুগের ৮ টি ওয়ালেট থেকে প্রায় ৮ বিলিয়ন ডলার পরিমান বিটকয়েন ট্রান্সফার করা হয় সম্প্রতি। যা সব একটা ট্রান্সেকশন এ সাবমিট করা হয়। সাধারনত কোনো ইনডাস্ট্রিয়াল ওয়ালেট হলে প্রথমে অল্প এমাউন্ট সেন্ট করে চেক করা হয়৷ এটাই প্রথম বার, সিংগেল কোনো ট্রান্সেকশন এ এত বড় এমাউন্ট সরানো হলো।
কি মনে হয় এগুলা সাতোশি এর ই অল্ট্রানেট ওয়ালেট? নাকি অন্যকিছু