এখন এই বিষয়কে কেন্দ্র করে বকওয়াজ ড্রামা ক্রিয়েট না করলেই হইছে। ফোরামে তো কিছু শ্রেণীর নমুনা আছে যাদের অন্যের পেছনে আঙ্গুল না দিলে ভাত হজমই হয়না।
ড্রামা তো ভাই প্রতিনিয়ত হওয়ার চেষ্টা করতেছে একেকবার একে রুপে আমরা নানান টপিক দেখতে পাই যেখানে ডিরেক্টলি এবং ইন্ডিরেক্টলি অনেক কিছুই বলা হয়।
তবে এরা দুইজন যেভাবে চালিয়ে যাচ্ছে এভাবে যদি কন্টিনিউ করতে থাকে আমার মনে হয় না ড্রামাবাজদের কোনো খাওয়া আছে। অলরেডি কয়েকবার তারা এটেম্প নিয়ে ফেল হয়েছে।
শাতোশি যুগের ৮ টি ওয়ালেট থেকে প্রায় ৮ বিলিয়ন ডলার পরিমান বিটকয়েন ট্রান্সফার করা হয় সম্প্রতি। যা সব একটা ট্রান্সেকশন এ সাবমিট করা হয়। সাধারনত কোনো ইনডাস্ট্রিয়াল ওয়ালেট হলে প্রথমে অল্প এমাউন্ট সেন্ট করে চেক করা হয়৷ এটাই প্রথম বার, সিংগেল কোনো ট্রান্সেকশন এ এত বড় এমাউন্ট সরানো হলো।
কি মনে হয় এগুলা সাতোশি এর ই অল্ট্রানেট ওয়ালেট? নাকি অন্যকিছু
এ বিষয়ে বিস্তারিত কোনো আর্টিকেল আপনার নিকট থাকলে সোর্সটা দয়া করে দিবেন।