Post
Topic
Board Other languages/locations
Re: জুন মাসের একটিভিটি ২০২৫
by
DYING_S0UL
on 04/07/2025, 21:28:49 UTC
এই সেম ফিচারটাই সাইলেন্ট পেমেন্ট এর কাজ। আপনি একটা ইউনিক আইডেন্টিফায়ার দিয়ে বিটকয়েন রিসিভ করবেন কিন্তু কেউ জানবে না এইটা কোন পাবলিক এড্রেসে জমা হয়েছে।

তবে এইখানে একটা খটকা থেকে গেছে আমার। এখন সকাল 7.20 বাজে। এই পর্যন্ত যতগুলো লেনদেন বিটকয়েন ব্লকচেইনে হয়েছে সবগুলোর রেকর্ড আছে। যতগুলো এড্রেস ফান্ডেড তার রেকর্ডও চাইলে বের করা যায়। তাহলে আমি যদি কাউকে এখন সাইলেন্ট পেমেন্ট করি, তাহলে নিশ্চয়ই তার পাবলিক এড্রেস আমি খুঁজে পাবো। কারণ প্রতিবার এইখানে নতুন এড্রেস ক্রিয়েট হবে। তাহলে সমাধান কি এই ক্ষেত্রে। অনেক বেশি মানুষ একসাথে ব্যবহার না করলে মনে হয় না এইটা কার্যকরী হবে যদি আমার ধারণা ভুল না হয়। চেইন এনালাইসিস যারা করে তাদের জন্য সহজ হবে এইটা খুঁজে বের করা।

আমি নিজেও একটু ঘাটাঘাটি করলাম চ্যাটজিপিটিতে, গুগলে আর ইউটিউবে! তবে প্রসেসটা এখনো ঘোলাটে আমার কাছে, মাথার উপর দিয়ে গেলো। আরেকটা কথা জানতে পারলাম যে এই BIP প্রপোজালটি এখনো নাকি পেন্ডিং অবস্থায় আছে, মানে এটা এখনো ঐভাবে কোথাও এডোপ্ট করা হয়নি। হাতে গোনা কিছু প্লাটফর্ম জাস্ট এটা সাপোর্ট করতেছে। যেমন: কেকওয়ালেট।

সো যেমনটা আপনি বল্লেন অনেক মানুষ এটা ইউজ না করলে ঐরকম কার্যকর হবে না, তেমন পর্যায়েই আছে এটা।

https://silentpayments.xyz/


সারা জীবন খেলে আসছি কল ব্রিজ আর টুয়েন্টি নাইন। এখন দেখি এগুলার কোনো চান্স নাই। সবাই পোকার খেলে, আর আমি এর কিছুই বুঝি না।

আপনার এই কথা শুনে আমি লিটারেলি ১ মিনিট হাসছি। Grin


অভিনন্দন Little Mouse আর God Of Thunder কে । আপনারা দুজন এ মাসের DT1 লিস্টেও আছেন।
ধুর মিয়া আপনি আজকে জানেন, তারা DT1 লিস্টে রয়েছে,  Little Mouse  ভাইকে তো আমি বছরের বেশি হয়েছে যে ডিটি১ লিস্টে যেতে দেখতেছি আর God Of Thunder কেও আরো কয়েক মাস আগে থেকেই ডিটি১ এ যেতে দেখেছি যদিও মাঝখানে গ্যাপ ছিল আর এটা থাকা স্বাভাবিকও।

এখন এই বিষয়কে কেন্দ্র করে বকওয়াজ ড্রামা ক্রিয়েট না করলেই হইছে। ফোরামে তো কিছু শ্রেণীর নমুনা আছে যাদের অন্যের পেছনে আঙ্গুল না দিলে ভাত হজমই হয়না।