Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
DYING_S0UL
on 06/07/2025, 21:35:46 UTC
ভাই, ডিটি স্ট্যাটাস আর ক্যাম্পেইন ম্যানেজম্যান্ট দিয়ে সম্ভবত স্ট্রং ইউজার যাচাই করা ঠিক হবে না। আমাদের লোকাল থ্রেড এর একজন মেম্বার যিনি এই ফোরামে বেশ কয়েক বছর ধরে ফোরামে একটিভ আছেন এবং তার বিজনেস চাল্লাচ্ছেন, ওনাকে কি আপনারা কম স্ট্রং মনে করেন? ওনার রেপুটেশনের আশে পাশে যাওয়ার আশাও আমি করি না। এছাড়া ফোরামে আরো অনেক বাংলাদেশী আছে, যারা আমাদের লোকাল থ্রেড এ কখনোই পোষ্ট করেন না। কিন্তু আসলে ওনারা বাংলাদেশী।

আমার ধারণা ফোরামে এমন অনেক মেম্বার আছে, কিন্তু ওনারা আজ অব্দি নিজেদের পরিচয় প্রকাশ করেন নাই। স্ট্রং ইউজারের ক্রেডিট আমি নিতে চাই না ভাই। আমরা বাংলাদেশীরা একদম নড়বড়ে। আমি আশা করবো আপনারা কিছু ইন্টারন্যাশনাল মেম্বারদের সাথে পরিচিত হবেন। তাদের সাথে ভালো সম্পর্ক বানাবেন, এবং আস্তে আস্তে রেপুটেশন বিল্ড করবেন। নিজে নিজেই ভাবেন কিভাবে সেটা করা যায়। তাহলেই কেবল আমাদের কমিউনিটি স্ট্রং হবে।

সহমত! ডিটিই যদি সব হতো তাহলে তো হতোই! আমি মনে করি ফোরামের মেজরিটি কারোর এসব ডিটি ফিটি নিয়ে মাথাব্যথা নাই, এমনকি এটা কি, কিভাবে কাজ করে সেটা নিয়েও আইডিয়া নাই বা ইন্টারেস্টেড না। ডিটি, ট্রাস্টলিস্ট এসব অনেকের কাছেই নতুন জিনিস এখন অব্দি।

সবথেকে অল পাওয়ারফুল জিনিসটা হলো এখানে "কানেকশন/লিংকআপ"। যার যত কানেকশন তার তত পাওয়ার। স্পেসিফিকে গেলাম না, বাট আপনি আমি ডাইরেক্ট দেখছি কানেকশন কিভাবে একজন ওয়ান অফ টপ মেম্বারকে ফোরাম ছাড়তে বাধ্য করতে পারে। কারে মিন করছি আই গেস বুঝছেন। আমরা যদি কোনো ভাবে ডিটি হয়েও যাই, যেহেতু আমাদের সাপোর্ট কম, সেহেতু আমরা ইজিলি বাদও পড়তে পারবো! সো এইসব ডিটি, বা ম্যানেজমেন্ট এক্টিভিটির উপরে কানেকশনই সব আমার মতে!