Next scheduled rescrape ... in 22 hours
Version 1
Last scraped
Scraped on 08/07/2025, 15:42:23 UTC
কেউ বাংলাদেশের খেলা দেখতেছেন নাকি? আমি দেখি আর রাগ কন্ট্রোল করতে না পেরে মাঝেমধ্যে বাহিরে বের হয়ে আকাশপানে তাকিয়ে রাগ কন্ট্রোল করার চেষ্টা করি। এইটা কোন কথা হলো আজকের Pallekele স্টেডিয়ামে সবাই মোটামুটি ভালো খেলছে। শ্রীলংকাপ্রত্যেক খেলোয়াড়ই মোটামুটি ভালো খেলছে অথচ বাংলাদেশের একজন শূন্য রানে আউট গেছে অথচ উইকেটে টিকে থাকলে রান হবেই হবে।
আজকের একটা গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলার এক ভোদাই জিরো রানে আউট গেছে, মনডা চায় শালার ভোদাইরে যদি ব্যাট বল স্ট্যাম্প যদি পিছন দিয়ে দেওয়া যেত তাহলে মনে শান্তি পেতাম।
এখন তাওহীদ হৃদয় ও জাকের আলী ভাইয়ের দিকে তাকিয়ে থাকতে হবে এরা কতদূর পর্যন্ত নিয়ে যেতে পারে। আপাতত ১৪০ পর্যন্ত ৫ উইকেট নিয়েই রয়েছে এর মানে এখন হয়তো কিছুদূর উইকেট ছাড়াই রান যেতে পারবে। আছেন সবাই মেজাজ ঠান্ডা রেখেই খেলা দেখি।
Original archived Re: বাংলা (Bengali)
Scraped on 08/07/2025, 15:37:30 UTC
কেউ বাংলাদেশের খেলা দেখতেছেন নাকি? আমি দেখি আর রাগ কন্ট্রোল করতে না পেরে মাঝেমধ্যে বাহিরে বের হয়ে আকাশপানে তাকিয়ে রাগ কন্ট্রোল করার চেষ্টা করি। এইটা কোন কথা হলো আজকের Pallekele স্টেডিয়ামে সবাই মোটামুটি ভালো খেলছে। শ্রীলংকা প্রত্যেক খেলোয়াড়ই মোটামুটি ভালো খেলছেন অথচ বাংলাদেশের একজন শূন্য রানে আউট গেছে অথচ উইকেটে টিকে থাকলে রান হবেই হবে।
আজকের একটা গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলার এক ভোদাই জিরো রানে আউট গেছে, মনডা চায় শালার ভোদাইরে যদি ব্যাট বল স্ট্যাম্প যদি পিছন দিয়ে দেওয়া যেত তাহলে মনে শান্তি পেতাম।
এখন তাওহীদ হৃদয় ও জাকের আলী ভাইয়ের দিকে তাকিয়ে থাকতে হবে এরা কতদূর পর্যন্ত নিয়ে যেতে পারে। আপাতত ১৪০ পর্যন্ত ৫ উইকেট নিয়েই রয়েছে এর মানে এখন হয়তো কিছুদূর উইকেট ছাড়াই রান যেতে পারবে। আছেন সবাই মেজাজ ঠান্ডা রেখেই খেলা দেখি।