Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Crypto Library
on 09/07/2025, 22:16:38 UTC
ভাই আমার একটা হেল্প লাগতো! আপনারা কেউ কি ChatGPT Plus প্রিমিয়াম আর Microsoft Office 365 + Copilot Pack included প্রিমিয়াম ইউজ করেন? করলে কিভাবে? আমি যে কিনবো বাট আমার কোনো কার্ড নাই। আর অনলাইন দালাল দিয়েও এসব কিনতে চাইনা, কারন ওরা শেয়ার একাউন্ট, ক্রাক একাউন্ট ধরায় দেয়। সো লিগাল ওয়েটে কার্ড দিয়ে কিভাবে এগুলোর প্রিমিয়াম কিনবো কেউ জানালে সাহায্য করেন। আর ঐ কার্ডের বিষয়টাও! Smiley
একদম সহজ শুধু গুগল থেকে Redotpay অ্যাপটি ইন্সটল করুন অ্যাকাউন্ট ক্রিয়েট করুন ভেরিফাই করুন, তারপর একটা ভার্চুয়াল কার্ড অর্ডার করুন তারপর আপনি বাইনাস থেকে বা অন্য কোন এক্সচেঞ্জার থেকে ইউএসডিটি ডিপোজিট করে নিন।
এখন আপনি যেকোনো ওয়েবসাইটের সাবস্ক্রিপশন কিনতে পারবেন।