একদম সহজ শুধু গুগল থেকে Redotpay অ্যাপটি ইন্সটল করুন অ্যাকাউন্ট ক্রিয়েট করুন ভেরিফাই করুন, তারপর একটা ভার্চুয়াল কার্ড অর্ডার করুন তারপর আপনি বাইনাস থেকে বা অন্য কোন এক্সচেঞ্জার থেকে ইউএসডিটি ডিপোজিট করে নিন।
এখন আপনি যেকোনো ওয়েবসাইটের সাবস্ক্রিপশন কিনতে পারবেন।
আপনি কখনো করছেন? কাজ করে সত্যি সত্যি নরমাল কার্ডের মতো? আর Redotpay তে কি কোনো টাইপ কেওয়াইসি বা ডকুমেন্ট দেয়া লাগে নাকি সব কিছু প্রাইভেট। আমি কোথায় জানি zmbfm ভাইরে বলতে দেখলাম, কার্ডে টাকা না থাকলে, পেমেন্ট করার ট্রাই করলে, প্রতি ফেইল পেমেন্টে নাকি ১ ডলার কেটে নেয়। অল্টটকে সম্ভবতো, ভালোমতো পড়িনাই টপিকটা! ঐটাই কি redotpay মিন করছিলো? পরে পেমেন্ট ফেইল হয়ে - মাইনাস ৫ হয়ে থাকুক এমন চাইনা আমি।