Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
LDL
on 09/07/2025, 22:31:25 UTC
বন্যা পরিস্থিতি কেমন আপনাদের দিকে? আমাদের দিকে হাটু পর্যন্ত পানি কিছু কিছু এরিয়াতে। মিনি কক্সবাজার টাইপ।
বন্যা পরিস্থিতি আপাতত আমাদের এলাকাতে ঠিক আছে কিন্তু বৃষ্টির কারণে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। আগের যুগের মত রাস্তাঘাটে পানি জমে এমন অবস্থা সৃষ্টি হয়েছে যেখানে চলতে গেলে পানি জমার কারণে বোঝা যায় না এখানে ভালো আছে না ভাঙ্গা আছে। এখন পর্যন্ত রাস্তার সংস্কারের কাজ না হওয়ায় আমাদের গ্রামের যে কাঁচা ও আধা কাঁচা পাকা রাস্তাগুলো রয়েছে সেগুলোর অবস্থা মারাত্মক রকমের খারাপ। যে কোন সময় গাড়ি উল্টে যাওয়ার ভয়ে থেকে থাকি। যা হোক বন্যা পরিস্থিতি অন্যান্য এলাকাতে যেরকম রয়েছে তার চেয়ে আমাদের এলাকাতে অনেক ভালো পরিস্থিতিতে রয়েছি। শহরগুলোতে কিছু কিছু এরিয়াতে জলাবদ্ধতা বেড়ে যাওয়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে। যাহোক সব মিলিয়ে খারাপ না মোটামুটি ভালই চলছে।