Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Mahiyammahi
on 10/07/2025, 03:25:41 UTC
ভাই আমার একটা হেল্প লাগতো! আপনারা কেউ কি ChatGPT Plus প্রিমিয়াম আর Microsoft Office 365 + Copilot Pack included প্রিমিয়াম ইউজ করেন? করলে কিভাবে?

আমার চ্যাট জিপিটি প্রিমিয়াম এর মেয়াদ আজকেই শেষ হয়ে গেলো, Microsoft Office 365 কিনেছিলাম ৬মাস এর জন্য, Copilot Included কিনা জানি না৷ আমাকে কাস্টম ডোমেইন এর মেইল দিয়েছিলো যেখানে সাবস্ক্রিপশন ইনক্লুডেড থাকে। অনেকে ইনভাইট সেল করে।  যেখানে আপনাকে তাদের স্পেস/ফ্যামিলি তে ইনভাইট করবে। আর চ্যাট জিপিটি প্রিমিয়াম কিনেছিলাম নিজের কার্ড দিয়ে। আপনি চাইলে আমি বিশস্ত একজনের টেলিগ্রাম হ্যান্ডেলন দিতে পারি, যার থেকে আমি এর আগে কিনেছিলাম।