কোট
ইউটিউব প্রিমিয়াম চালানো আর গরুরে মাংস খাওয়ানো দুইটাই সেইম বিষয়। কোনোটাই কাজের না। Revanced ইউজ করবা আর প্রিমিয়ামের মজা নিবা। জাস্ট ২টা এপস লাগে, Revanced Youtube আর MicroG। নিরাপত্তার বিষয়ে যদি বলি, আমি বহুবছর ধরে এগুলো ইউজ করি, সো পারফেক্টলি সেইফ। Apk লাগলে টেলিগ্রামে বইলো, ফাইল + প্রসেস বুঝায় দিবোনি।
ঠিক বলতে পারিনা প্রাইভেট কিনা। হতে পারে। টেলিগ্রামে ফাউল সিস্টেম ২ দিন পর পর copyright মারে। আর যেহেতু ওরা বিভিন্ন একাউন্ট সেল করা, বাই সেল পোস্টে বিভিন্ন প্লাটফর্মের লগো নাম ইউজ করে এজন্য হয়তো ওমন করে রাখছে, জাস্ট টু বি সেইফ সাইড। এভাবে আমাদের আগের গ্রুপ নষ্ট হয়ে গেছে। ঐ গ্রুপে একসময় শতশত ক্রাক একাউন্ট গিভওয়ে করতাম। আচ্ছা দেখি, আপনাকে ইনভাইট দেওন যায় কিনা।