Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Crypto Library
on 10/07/2025, 20:17:11 UTC
আপনি কখনো করছেন? কাজ করে সত্যি সত্যি নরমাল কার্ডের মতো? আর Redotpay তে কি কোনো টাইপ কেওয়াইসি বা ডকুমেন্ট দেয়া লাগে নাকি সব কিছু প্রাইভেট। আমি কোথায় জানি zmbfm ভাইরে বলতে দেখলাম, কার্ডে টাকা না থাকলে, পেমেন্ট করার ট্রাই করলে, প্রতি ফেইল পেমেন্টে নাকি ১ ডলার কেটে নেয়। অল্টটকে সম্ভবতো, ভালোমতো পড়িনাই টপিকটা! ঐটাই কি redotpay মিন করছিলো? পরে পেমেন্ট ফেইল হয়ে - মাইনাস ৫ হয়ে থাকুক এমন চাইনা আমি।
এটাকে আমি কয়েক মাস আগেই ইন্সটল করেছিলাম বাট গত মাসে এটাকে ব্যবহার করেছি, ব্যবহার করতে বলতে জাস্ট youtube প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনেছি অনেকটা নরমাল কার্ডের মতনই লেগেছে।
তবে এখনো অন্য কোন ওয়েবসাইটের প্রিমিয়াম সাবস্ক্রিপশন আমার কেনা হয়নি তবে প্ল্যানিংয়ে রয়েছে।
টেলিগ্রামে গিয়ে এই গ্রুপটায় হানা দেন সব প্রিমিয়াম পাবেন, (@Premium_Buy_Sell)। এটা সবথেকে বড় প্লাটফর্ম প্রিমিয়াম কেনার জন্য। ডিল করার আগে অবশ্যই এডমিন ডিল করবেন। টাকা বেশি থাকলে প্রাইভেট কিনেন না থাকলে গিভওয়ের জন্য ওয়েট করেন। ওরা ডেইলি অনেক কিছু গিভওয়ে করে, Netflix, Quilbot, Vpn, streaming platforms ইত্যাদি। দুইটা গ্রুপের মালিক, এডমিন প্যানেল সেইম। গিভওয়ে গ্রুপ: @PremiumNetworkTeam

যাই কিনেন না কেনো আগে ক্লিয়ারলি বুঝায় বলবেন আপনার রিকয়ারমেন্ট। ওদের কাছে সেইম জিনিসের বিভিন্ন প্যাকেজে কেনা সাবক্রিবপশন থাকে। সো ভালোমতো ডিটেইল কথা বইলেন। Share নাকি, Crack নাকি, Own mail এ করে দিতে পারবে না, ইত্যাদি।ইত্যাদি!
সবই বুঝলাম কিন্তু এই গ্রুপগুলো কি প্রাইভেট নাকি?
ইউজারনেম দিয়ে সার্চ দিয়ে তো পাওয়া যাচ্ছে না অন্যান্য অনেক গ্রুপ দেখাচ্ছে বাট এই ইউজার নিয়মের কোন গ্রুপ বা চ্যানেল নাই।