Post
Topic
Board Other languages/locations
Re: জুন মাসের একটিভিটি ২০২৫
by
Review Master
on 14/07/2025, 17:04:37 UTC
7. Review Master [324]

সামনের ২-৩ মাসের মধ্যে আর মনে হয় নাহ , সেরা ১০ এ আর থাকবো  Grin


যাইহোক আশা করি , সবাই ভালো রয়েছে।

এখানের কেউ কি MacOs ব্যবহার করেন? আর ব্যবহার করলে, সেটিতে বাংলায় লেখার জন্য বিশেষ করে National (Jatiya) কিবোর্ড ফরম্যাট ব্যবহার করেন কেমন করে। Avro এর ম্যাক ভার্সনে জাতীয় লেআউটার কোনো অপশন পাইলাম নাহ এবং এখানে পোষ্ট করতে চাইলেও পোষ্ট করা হয়নি। আজকে pc চালু করেই এখানে অবশ্য পোষ্টটা করলাম।  Smiley