Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলা (Bengali)
by
Bd officer
on 16/07/2025, 00:58:49 UTC
⭐ Merited by Xal0lex (1)
congratulation @Xal0lex sir

Xal0lex স্যার দীর্ঘ ৮টি বছর ধরে এই ফোরামে যুক্ত রয়েছেন, যার জন্য স্যারকে অভিনন্দন জানাই। মানুষের মৃত্যুর কোন গ্যারান্টি নাই, জানি না আমার কপালে ৮ বছরের উদযাপন আছে কিনা, তবে আমি এই ফোরামে ২ বছর ধরে রয়েছি ৩ বছর চলছে। যাইহোক, Xal0lex স্যারের দীর্ঘ সাফল্য কামনা করি এবং তিনি যেনো আরও দীর্ঘদিন এই ফোরামে অবদান রাখতে পারেন, Xal0lex স্যারের যাত্রা আরও দীর্ঘ হোক।

এখানের কেউ কি এখনো এয়ারড্রপ এর কাজ করেন নাকি?

আমি গত ৩ মাস যাবত এয়ারড্রপ এর কোন কাজ করি নাই, তাই যারা এয়ারড্রপের কাজ করসেন তাদের থেকে জানার ছিলঃ
০১) বিগত এয়ারড্রপের যতগুলো কাজ করেছেন, সেগুলোর মধ্যে কতগুলোতে eligilbe হইছেন?
০২) আগের মত কি ভালো পরিমাণে এয়ারড্রপ পাইছেন কি?
০৩) সব চেয়ে কত পাইছেন ?
ভাই এখন আর এয়ারড্রপে জয়েন করি না। আর কোন এয়ারড্রপ গুলোর কথা বলছেন৷ টেস্টনেট নাকী টেলিগ্রাম ভিত্তিক? আর আমি টেস্টনেট এয়ারড্রপে এখন পর্যন্ত অংশগ্রহণ করি নাই, ইচ্চা আছে কিন্তু শুনছিলাম এই গুলো নাকী দীর্ঘদিন চলে, তাই আপাতত অংশগ্রহণ করি না। আর এখন টেলিগ্রাম ভিত্তিক এয়ারড্রপ গুলোর বাজে অবস্থা সবই স্কাম, এইগুলোতে অংশগ্রহণ করা শুধু সময়ের অপচয়।

যাইহোক, ভাই যদি টেস্টনেট এয়ারড্রপ গুলোর মধ্যে আপনার জানামতে ভালো এয়াড্রপ থাকে তাহলে শেয়ার করতে পারে ইনশাআল্লাহ জয়েন হওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ ভাই, অনেকদিন পর এক্টিভ হওয়ার জন্য।


মেটা বোর্ডে দেখি laszlo কে নিয়ে আলোচনা করা হচ্ছে, তার একাউন্ট দীর্ঘ ১১ বছর পর সক্রিয় হয়েছে। তিনি ২০১৪ সালের পর কোন ধরনের পোস্ট করে নাই, জানি না তিনি ২০১৪ সালের পর অনলাইনে এসেছিলেন কিনা কিন্তু তিনি গত ১৪ই জুলাই অনলাইনে এসেছিলো। আমরা জানি তিনি একজন কিংবদন্তি ব্যক্তি, যিতি ২ টা পিজ্জার জন্য ১০ হাজার বিটকয়েনে খরচ করেছিলেন। কিন্তু তিনি শুধু অনলাইনে এসেছিলো কিন্তু কোন পোস্ট করে নাই, laszlo নিজে পোস্ট করার জন্য হয়তো অনেকেই অপেক্ষা করতেছেন।  যেহেতু তিনি দীর্ঘদিন পর এক্টিভ হয়েছেন হয়তো তিনি পোস্ট করতেও পারেন।