সুপারম্যান ২০২৫ মুভিটাতে ইসরাইল কর্তৃক গাজাতে জেনোসাইডের বিষয় নিয়ে নির্মিত হয়েছে অথচ এই সুপারম্যান 2025 মুক্তি পাওয়ার পর পুরো ইসরাইল জুড়ে তোলপাড় শুরু হয়ে গেছে। তাদের বিপরীতে মুভিটি নির্মিত হয়েছে জন্য পুরো ইজরাইলবাসী এই মুভিটি বয়কট করেছে। তবে আমাদের উচিত এই মুভিটির মাধ্যমে পুরো ইসরাইল জাতির প্রতি বিদ্বেষী মনোভাব পুরো পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে। তারা কতটা ভয়ংকর এবং মানবজাতির জন্য হুমকিস্বরূপ সেটা জাতিকে শুনিয়ে দিতে হবে জানিয়ে দিতে হবে। অ্যান্টি ইজরাইল প্রোপাগান্ডা নিয়ে এই ছবিটি নির্মিত হয়েছে যার কাহিনী জিউসদের খারাপ কর্মকাণ্ড ও জেনোসাইডের চিত্র তুলে ধরা হয়েছে। খুব সম্ভবত ছবিটি মার্কিন প্রেসিডেন্ট দ্বারা বাজেয়াপ্ত হয়ে নিষিদ্ধ হয়ে যেতে পারে।
ও আচ্ছা, এই ঘটনা? এটা তো আমার জানাই ছিলো না। আপনার এই পোষ্ট দেখার পর এখন আমার মন চাচ্ছে অবশ্যই মুভিটা দেখা দরকার। দ্যা ডিকটেটর মুভির কথা মনে আছে? যেখানে একজন আরব শাসক কে ট্রল করে মুভি বানানো হয়েছিলো। সারা দুনিয়া সেটা দেখে মজা নিয়েছে যদিও এই মুভিতে আরব দের ট্রল করা হয়েছে। একটা মুভি হচ্ছে প্রতিবাদ করার অনেক বড় একতা মাধ্যম। সারা দুনিয়ায় মেসেজ পাঠানোর অসাধারণ একটা মাধ্যম। ইজরায়েল সেটা কিভাবে নিলো, সেগুলো আমাদের দেখে লাভ নাই। আমি সুযোগ পেলে এরকম ইসরায়েল সাপোরটারদের মুখে থুতু নিক্ষেপ করবো।
ক্রিপ্টো মার্কেট নিয়ে আপনাদের মতামত কি? অন্যান্য আলাপের পাশাপাশি বিটকয়েন এবং ক্রিপ্টো মার্কেট নিয়েও একটু আলাপ আলোচনা চালু রাখা উচিৎ। আমার তো মনে হচ্ছে এই ঠেলায় আমরা ১৫০কে এর কাছাকাছি যেতে পারি। কিন্তু তারপরেই কি আবার ডাউন হয়ে যাবে মার্কেট? আর অল্টসিজন কি আসলেও শুরু হবে? বিটকয়েন ডমিনেশন যেভাবে বাড়ছে, অল্টসিজন শুরু হওয়ার কোনো লক্ষন দেখছি না।