বর্তমানের narrative অনুযায়ী কিছু DePin প্রজেক্টের টেস্টনেটে চলতেছে, চাইলে ওসব প্রজেক্টে যোগদান করতে পারেন। আমি মার্কেট থেকে যেহেতু প্রায় ৩-৪মাস বাহিরে ছিলাম, তাই প্রজেক্টে নিয়ে বিশ্লেষণ করা হয়নি এবং কোনটা ভালো হবে, সঠিকভাবে বলতে পারবো নাহ। কিন্তু তেমন কোনো প্রজেক্ট যদি বিশ্লেষণ শেষে পেয়ে যাই, তাহলে BitByte Crypto তে পোষ্টের পাশাপাশি এখানেও আপনাদের শেয়ার করবো।

আমি বর্তমানে Kaito Yaps এর Info-Fi এয়ার ড্রপগুলো করার চেষ্টা করছি। এখানে অনেক ভালো রিওয়ার্ড দেয় । ইভেন টেস্টনেট থেকেও ভালো রিওয়ার্ড দিচ্ছে দেখলাম। খুব কম সংখ্যক মানুষ কে রিওয়ার্ড দেয় ৫০০-১০০০ জন তাই রিওয়ার্ড এর আমাউন্ট টা অনেক ভালো। আরেকটা ভালো বিষয় হচ্ছে এখানে কাজ করার কোন লস এর নেই। রিওয়ার্ড না পেলেও টুইটার একাউন্টের গ্রো হয়। যেদিকটা আমার কাছে ভালো লেগেছে। আবার বিপরীত দিকে অনেকের অ্যাকাউন্ট সাসপেন্ডও হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত সময় আছে আমি একটু দেরি করে ফেলেছি আর একমাস আগে যদি জয়েন করতাম তাহলে মোটামুটি ভালো পেমেন্টটি পেতাম। ২ মাস হচ্ছে করছি খারাপ না ২৫০$ এর মত পেমেন্ট তুলে নিয়েছি ।
মাহিয়ামাহি, ভাই এতটু ডিটেইল শেয়ার করা যায়? কিভাবে কি কোথা থেকে করতেছেন আর কি কি প্রয়োজন? আমি পার্সোনালী বহুমাস ধরে এয়ারড্রপ থেকে বিরত আছি, সো এসবের আপডেট রাখিনা। বিস্তারিত যদি বলতেন তাহলে ট্রাই করে দেখতাম। আপাতত আমি নুব!

রিভুও মাস্টার, ভাই আপনার গ্রুপ প্রাইসই ঘুরে দেখি আমি বাট কিছু কিছু কথাবার্তা টেকনিকাল জিনিস, প্রজেক্ট কিভাবে কি মাথার উপর দিয়ে যায়!