Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Review Master
on 16/07/2025, 08:24:25 UTC
এখানের কেউ কি এখনো এয়ারড্রপ এর কাজ করেন নাকি?

ভাই এখন আর এয়ারড্রপে জয়েন করি না। আর কোন এয়ারড্রপ গুলোর কথা বলছেন৷ টেস্টনেট নাকী টেলিগ্রাম ভিত্তিক? আর আমি টেস্টনেট এয়ারড্রপে এখন পর্যন্ত অংশগ্রহণ করি নাই, ইচ্চা আছে কিন্তু শুনছিলাম এই গুলো নাকী দীর্ঘদিন চলে, তাই আপাতত অংশগ্রহণ করি না। আর এখন টেলিগ্রাম ভিত্তিক এয়ারড্রপ গুলোর বাজে অবস্থা সবই স্কাম, এইগুলোতে অংশগ্রহণ করা শুধু সময়ের অপচয়।

যাইহোক, ভাই যদি টেস্টনেট এয়ারড্রপ গুলোর মধ্যে আপনার জানামতে ভালো এয়াড্রপ থাকে তাহলে শেয়ার করতে পারে ইনশাআল্লাহ জয়েন হওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ ভাই, অনেকদিন পর এক্টিভ হওয়ার জন্য।
টেলিগ্রাম ভিত্তিক এয়ারড্রপগুলো সম্প্রতি সময়ে কোনো ভালো পরিমাণে এয়ারড্রপ দিয়েছে বলে আমার মনে হয় নাহ, তো সেইসব এয়ারড্রপের তো প্রশ্নই আসে নাহ।  Grin

টেষ্টনেটি দীর্ঘদিন চলে এমন নাহ, কারণ রিওয়ার্ড পাইতে সময় লাগে। কেননা প্রজেক্টটি টেস্টনেট থেকে প্রথমে মেইননেটে যাবে, এরপর তাদের TVL বাড়াতে লাগে যেন ভালো পরিমাণে revenue করতে পারেন। আর যদি TVL ও revenue কম হয়, তাহলে এয়ারড্রপ পাওয়ার কোনো ঠিকঠিকানা থাকে নাহ। আর কিছু কিছু প্রজেক্ট Devnet প্রথমে চালু করে, তখন কিন্তু ৩টা ভাগে ভাগ হয় এবং সময় সবচেয়ে বেশি লাগে। যেমন: Devnet -> Testnet -> Mainnet

বর্তমানের narrative অনুযায়ী কিছু DePin প্রজেক্টের টেস্টনেটে চলতেছে, চাইলে ওসব প্রজেক্টে যোগদান করতে পারেন। আমি মার্কেট থেকে যেহেতু প্রায় ৩-৪মাস বাহিরে ছিলাম, তাই প্রজেক্টে নিয়ে বিশ্লেষণ করা হয়নি এবং কোনটা ভালো হবে, সঠিকভাবে বলতে পারবো নাহ। কিন্তু তেমন কোনো প্রজেক্ট যদি বিশ্লেষণ শেষে পেয়ে যাই, তাহলে BitByte Crypto তে পোষ্টের পাশাপাশি এখানেও আপনাদের শেয়ার করবো। Wink


মেটা বোর্ডে দেখি laszlo কে নিয়ে আলোচনা করা হচ্ছে, তার একাউন্ট দীর্ঘ ১১ বছর পর সক্রিয় হয়েছে।


এমনও হইতে পারে তার মেয়ে হয়তো একাউন্টের এক্সেস নিয়েছে তারা বাবার কাছ থেকে।  Grin কারণ তিনি যদি ফোরামে ফেরত আসতে চাইতেন, তাহলে অনেক আগেই চলে আসতেন। এটা শুধু আমার ধারণা, যদিও মেটা বোর্ডের আলোচনা এখনো পড়ে দেখি নাই।




সুপারম্যান ২০২৫ মুভিটাতে ইসরাইল কর্তৃক গাজাতে জেনোসাইডের বিষয় নিয়ে নির্মিত হয়েছে অথচ এই সুপারম্যান 2025 মুক্তি পাওয়ার পর পুরো ইসরাইল জুড়ে তোলপাড় শুরু হয়ে গেছে।

রিলিজের পর থেকেই এমন নিউজ শুনতেছি, কিন্তু আসল বিষয়টা জানা ছিল নাহ। আর এই মুভিটা রিলিজের দিনই দেখার ইচ্ছা ছিল, তবে সময় নাহ পাওয়ায় দেখা আর হয় নাই। এই সপ্তাহে হয়তো দেখতে যাবো এবং এরপরে বিষয়টি হয়তো আরো ভালোভাবে বুঝতে পারবো।