আমি আশা করতেছি বিটকয়েন ১২০কে এর আশেপাশেই এর অলটাইম হাই প্রাইস সেট করে পুনরায় বেয়ার সিজনের দিকে যাবে।
১৫০কে আমার কাছে একটু বেশি বেশি মনে হয়।
হতে পারে আপনি সঠিক। কিন্তু আমার মনে হচ্ছে এখানেই শেষ না। আমরা অলরেডি ১২২কে ক্রস করে ফেলছি এবং এখনো আমরা ২০২৫ এর মাঝামাঝি সময়েই আছি। যেখানে অনেকেই ২০২৬ কে বিটিকয়েনের জন্য একটা পিক সময় বলে মনে করছেন। অনেকেই ভাবছেন ২০২৬ এ বিটকয়েন বড় একটা পাম্প করবে। এখনই যদি ১৩০কে আমরা টাচ করে ফেলি, ২০২৬ এ তো ১৫০কে+ আশা করতেই পারি। কিন্তু বিটকয়েন কাউকে কিছু বলে কয়ে করে না। আমার আফসোস হচ্ছে কেনো আমি ৯০ কে তে সেল করেছি। আপাতত আমি নিজে কোনো প্রকার বিটকয়েন জমাতে পারছি না ব্যাক্তিগত খরচের কারনে। আর এই সময়ে কিনে রাখা বা হোল্ড করাও যুক্তিসংগত মনে হচ্ছে না। যারা প্রো বিটকয়েনার, তারা সম্ভবত এখন বিটকয়েনের হাই প্রাইস টা এনজয় করছে।