Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Crypto Library
on 16/07/2025, 16:11:08 UTC
মেটা বোর্ডে দেখি laszlo কে নিয়ে আলোচনা করা হচ্ছে, তার একাউন্ট দীর্ঘ ১১ বছর পর সক্রিয় হয়েছে।

এমনও হইতে পারে তার মেয়ে হয়তো একাউন্টের এক্সেস নিয়েছে তারা বাবার কাছ থেকে।  Grin কারণ তিনি যদি ফোরামে ফেরত আসতে চাইতেন, তাহলে অনেক আগেই চলে আসতেন। এটা শুধু আমার ধারণা, যদিও মেটা বোর্ডের আলোচনা এখনো পড়ে দেখি নাই।
প্রথমে তো laszlo এখনো মরে নাই তাই তার নিজেরই এই ফোরামে আসার বিষয়টা অস্বাভাবিক কিছু না।
আর দ্বিতীয়তঃ মানুষের মন ভাই  Kiss,  অনেক সময় তো মানুষ বিয়ের পরেও এক্স এর ইনবক্স চেক করে এই ক্ষেত্রে  এত বড় কাজ ঘটাইছে এই ফোরামে সো ফোরামে তার  আবার কাম ব্যাক করা অস্বাভাবিক কিছু না।  Roll Eyes
ক্রিপ্টো মার্কেট নিয়ে আপনাদের মতামত কি? অন্যান্য আলাপের পাশাপাশি বিটকয়েন এবং ক্রিপ্টো মার্কেট নিয়েও একটু আলাপ আলোচনা চালু রাখা উচিৎ। আমার তো মনে হচ্ছে এই ঠেলায় আমরা ১৫০কে এর কাছাকাছি যেতে পারি। কিন্তু তারপরেই কি আবার ডাউন হয়ে যাবে মার্কেট? আর অল্টসিজন কি আসলেও শুরু হবে? বিটকয়েন ডমিনেশন যেভাবে বাড়ছে, অল্টসিজন শুরু হওয়ার কোনো লক্ষন দেখছি না।
ক্রিপ্টু মার্কেট নিয়ে যখন বিটকয়েন আসির নিচে চলে গিয়েছিল তখনও যে কথা বলেছি এখনও সেই কথাই বলব যদিও আমি ভুল হতে পারি।
একই কথা বিটকয়েন প্রতিবার মার্কেটে বেয়ার ট্র্যাপ ঘটায় এবং তারপর পুনরায় আবার  বুল সিজনে প্রবেশ করে এবং অল টাইম হাই প্রাইস টাচ করে এবং তারপর ধীরে ধীরে বেয়ার মার্কেটে যায়।
এখন যদি আমরা পূর্বের মার্কেটগুলো খেয়াল করি তাহলে বেয়ার ট্র্যাপ এরপর মার্কেট নতুন অলটাইম হাই প্রাইস এরাউন্ড ১০% ওপরে সেট করেছিল ৬৯কে তে। 
আমি বলছি না একদম একই রকম করবে তবে যেহেতু ক্যালকুলেশন অনুযায়ী বেয়ার ট্র্যাপ এর ঘটনাটি আমরা দেখতে পেয়েছি মোটামুটি সেম  ওয়েতে গিয়েছে তাই আমি আশা করতেছি বিটকয়েন ১২০কে এর আশেপাশেই এর অলটাইম হাই প্রাইস সেট করে পুনরায় বেয়ার সিজনের দিকে যাবে।
১৫০কে আমার কাছে একটু বেশি বেশি মনে হয়।