Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Mahiyammahi
on 17/07/2025, 19:35:05 UTC
মাহিয়ামাহি, ভাই এতটু ডিটেইল শেয়ার করা যায়? কিভাবে কি কোথা থেকে করতেছেন আর কি কি প্রয়োজন? আমি পার্সোনালী বহুমাস ধরে এয়ারড্রপ থেকে বিরত আছি, সো এসবের আপডেট রাখিনা। বিস্তারিত যদি বলতেন তাহলে ট্রাই করে দেখতাম। আপাতত আমি নুব!

সহজ ভাবে বলতে গেলে Kaito Yaps এ অনেক প্রজেক্ট বর্তমান এ এড আছে, আপনি আপনার পছন্দ মত প্রজেক্ট নিয়ে কাজবকিরতে পারেন। জয়েন - https://yaps.kaito.ai/referral/240167440

রেফার লিনক দেয়া যাবে কিনা জানি না, দেয়ার রুলস না থাকলে আমি রিমুভ করে দিব। যদিও রেফার এ কোনো বেনিফিট নাই৷

Kaito Yaps এ টুইটার কানেক্ট এর মাধ্যমে জয়েন করবেন। তারপর দেখবেন তাদের Yapper লিডার বোর্ড আছে টপ ১০০ জন, যারা  Inner CT তারা হলো স্মার্ট ফলোয়ার,  তাদের ইনফ্লুয়েন্স আছে ভালো Kaito তে তাই হয়ত তাদের ইনার সিটি করে দিছে যার জন্য তাদের স্মার্ট ফলোয়ার বলা যায়।  আপনার কাজ শুরুর আগে প্রধান কাজ হবে ২/৩ টা স্মার্ট ফলোয়ার বানানো।

তারপর  Pre-TGE তে গিয়ে দেখবেন ৩০/৪০ টা প্রজেক্ট আছে৷ চেষ্টা করবেন মোস্ট রিসেন্ট যে প্রজেক্ট গুলো এড হয়েছে অথবা যে প্রজেক্ট এর রিওয়ার্ড পুল এখনো এনাউন্স করে নাই সেই প্রজেক্ট গুলো নিয়ে কাজ করার।

মেইন কাজ হচ্ছে - যে প্রজেক্ট নিয়ে কাজ করবেন সেই প্রজেক্ট নিয়ে ডেইলি পোস্ট করবেন, রিপ্লাই করবেন। আর বট রিপ্লায় অবশ্যই করবেন না যেমন টা আমরা বাউন্টি তে দেখতাম বা করতাম। প্রজেক্ট আর পোস্ট অনুযায়ি রিলেভেন্ট কমেন্ট করবেন৷ ডেইলি টার্গেট রাখবেন ১০০-১৫০ রিপ্লাই করার মিনিমাম৷ তাহলে আপনার সেই প্রজেক্ট এর উপরে মাইন্ডশেয়ার গেইন হবে। এর ভিত্তিতে র‍্যানকিং। কাইটো সাধারনত টপ ১০০ জন এর র‍্যানক প্রকাশ করে, এর বাইরে করে না। তবে অনেক প্রজেক্ট ই ৫০০-১০০০ জন কে রিওয়ার্ড দেয়। যদি খুব পপুলার বা ভাইরাল প্রজেক্ট না ধরেন ৫০০ এর ভিতরে চলে আসা কোনো ব্যাপার ই না৷ শুধু মেইন বিষয় হচ্ছে আপনার ধারাবাহিকতা ধরে রাখতে হবে৷

রিসেন্ট কয়েকটা প্রজেক্ট যেরকম রিওয়ার্ড দিয়েছে
Quote
1. $Loudio - $4k (Top 1k)
2. Skate Chain - $1k - $50 (Top 1k)
3. $HOME - $1K - $9K
4. $NEWT (Magic Newton) - $1.8k -$2k Average (Top 1k)
আরো অনেক প্রজেক্ট আছে আমি কয়েকটা উল্ল্যেখ করলাম। র‍্যানক আগানোর একটা চিট কোড হলো, র‍্যানকিং এ যারা উপরে আছে তাদের সাথে ইন্টারেকশন করা বেশি বেশি, তারা যদি আপনার পোস্ট এ ইন্টারেকশন করে। আপনার কমেন্ট এর রিপ্লায় দেয় তাহলে মাইন্ড শেয়ার গেইন হয় তাড়াতাড়ি আর র‍্যানক এ পৌছতে পারবেন৷ Kaito Yapping নিয়ে বাংলাদেশ এর কোনো কমিউনিটি তে সেরকম পোস্ট নেই। ক্রিপ্টো বাংলা একটা কমিউনিটি তে মোটামুটি শেয়ার করেছে ভালো ইনফো।  আপনি চাইলে তাদের কমিউনিটি লিনক আমি ইনবক্স এ দিতে পারি।

আমি বর্তমান এ Irys নিয়ে ইয়াপিং করতেছি, লিডার বোর্ড এ ছিলাম। ইন এক্টিভ এর জন্য লিডার বোর্ড থেকে বের হয়ে গেছি। আবার  এক্টিভ হয়েছি।

মনে রাখবেন এটা টুইটার, যখন খুশি তখন ব্যান করে দেয় তাই ১৫০ রিপ্লাই করতে হবে বলেছি বলে ৩০ মিনিট এ করে শেষ দিবেন এই কাজ ভুলেও করবেন না৷ আর এটায় কাজ করলে অবশ্যই একটা টুইটার প্রিমিয়াম কিনে নিবেন। আর হ্যা রিপ্লাই করার জন্য আপনি চ্যাট জিপিটি এর হেল্প নিতে পারেন। যেটা আমি করে থাকি। বলতে গেলে অলমোস্ট সবাই করে।