বিষয়টি যদি আরও একটু মিলাই যখন বিটকয়েন 109 কে থেকে 74 কে তে বেয়ার ট্র্যাপ এ গিয়েছিল তখন বেশিরভাগ মানুষজনই এটা ভেবেছিল যে হয়তোবা সামনে বেয়ার সিজন আসবে কিন্তু হয়েছে ঠিক তার উল্টো আর বর্তমানে মার্কেট কোথায় আপনারা তো দেখতেই পাচ্ছেন। কেউ কোন কিছুর গ্যারান্টি দিতে পারেনা ক্রেপ্টো মার্কেট নিয়ে তাই আমিও আমার কথার কোন ফাইনান্সিয়াল এডভাইস কাউকে দিবোনা। তবে বর্তমানে ফোমো না পড়াই সবচাইতে উত্তম হবে।
ভাই অতীতের মতো প্রত্যাশা করা ঠিক না, এবার অতিতের মতো কিছুই দেখতে পাচ্ছি না, অনেকেই মনে করেছেন যে ২০২১ সালের মতো হবে। কিন্তু এই বছরে btc দাম খুব একটা আপ হয় নাই, ১০২৪ এ তো $১০০k প্লাস ছিলো, কিন্তু ২০২৫ সালের ৬ মাস চলে গেছে। জুন মাস পর্যন্ত $১১২k বেশি হতে দেখি নাই, কিন্তু জুলাই মাসে $১২৩k ক্রস করেছে। তাই মার্কেট কোন দিকে যায় কিছু বুঝি না, যখন দাম কমতে শুরু করে তখন মনে হয় বেয়ার সিজন শুরু হলো আবার যখন দাম বাড়তে থাকে তখন মনে হয় বুল সিজন শুরু হয়েছে। তবে, এই বছর শেষ না হওয়া পর্যন্ত আমি আশা ছাড়বো না, হয়তো আরও ভালো কিছু দেখতে পারি।
যাইহোক, ইথার দেখি ভালোই পাম্প করেছে, কেউ কী ইথার কিনছিলেন? বর্তমানে ইথারের দাম $৩৬০০ ডলার প্লাস রয়েছে, BNB গত তিন দিনে ভালোই পাম্প করেছে, কিন্তু শুধু আমি যেটা কিনেছিলাম সেই কয়েন কোন লাড়া দিতেছে না। আমার প্রেডিকশন শুধু ভিন্ন দিকে যায়
