Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Crypto Library
on 17/07/2025, 10:41:33 UTC
আমি আশা করতেছি বিটকয়েন ১২০কে এর আশেপাশেই এর অলটাইম হাই প্রাইস সেট করে পুনরায় বেয়ার সিজনের দিকে যাবে।
১৫০কে আমার কাছে একটু বেশি বেশি মনে হয়।

হতে পারে আপনি সঠিক। কিন্তু আমার মনে হচ্ছে এখানেই শেষ না। আমরা অলরেডি ১২২কে ক্রস করে ফেলছি এবং এখনো আমরা ২০২৫ এর মাঝামাঝি সময়েই আছি। যেখানে অনেকেই ২০২৬ কে বিটিকয়েনের জন্য একটা পিক সময় বলে মনে করছেন। অনেকেই ভাবছেন ২০২৬ এ বিটকয়েন বড় একটা পাম্প করবে। এখনই যদি ১৩০কে আমরা টাচ করে ফেলি, ২০২৬ এ তো ১৫০কে+ আশা করতেই পারি। কিন্তু বিটকয়েন কাউকে কিছু বলে কয়ে করে না। আমার আফসোস হচ্ছে কেনো আমি ৯০ কে তে সেল করেছি। আপাতত আমি নিজে কোনো প্রকার বিটকয়েন জমাতে পারছি না ব্যাক্তিগত খরচের কারনে। আর এই সময়ে কিনে রাখা বা হোল্ড করাও যুক্তিসংগত মনে হচ্ছে না। যারা প্রো বিটকয়েনার, তারা সম্ভবত এখন বিটকয়েনের হাই প্রাইস টা এনজয় করছে।
আমি ২০২৬ সালে কি হবে সেটা বলতে পারছি না তবে ২০২৫ সাল কেই আমাদেরকে এবারের সিজনের পিক সময় হিসেবে ধরে নিতে হবে। আমারে এ কথাও ভুল হতে পারে তবে আমি যে বিষয়টা বিশ্বাস করি যে যখন ক্রিপ্টো স্পেসে বেশিরভাগ মানুষ যে কথাটা বলবে সেটার ঠিক বিপরীত হবে যেমন এখন বেশিরভাগ মানুষ বলতেছে এবং মনে প্রানে এটা বিশ্বাস করা শুরু করে দিয়েছে যে সামনে বিটকয়েন আরো বড় কোন মাইলস্টোন ক্রস করবে আমি মনে করতেছি হয়তো বা আমরা বুল সিজনের শেষের দিকে আছি।

বিষয়টি যদি আরও একটু মিলাই যখন বিটকয়েন 109 কে থেকে 74 কে তে বেয়ার ট্র্যাপ এ গিয়েছিল তখন বেশিরভাগ মানুষজনই এটা ভেবেছিল যে হয়তোবা সামনে বেয়ার সিজন আসবে কিন্তু হয়েছে ঠিক তার উল্টো আর বর্তমানে মার্কেট কোথায় আপনারা তো দেখতেই পাচ্ছেন। কেউ কোন কিছুর গ্যারান্টি দিতে পারেনা ক্রেপ্টো মার্কেট নিয়ে তাই আমিও আমার কথার কোন ফাইনান্সিয়াল এডভাইস কাউকে দিবোনা। তবে বর্তমানে ফোমো না পড়াই সবচাইতে উত্তম হবে।