ভাই অতীতের মতো প্রত্যাশা করা ঠিক না, এবার অতিতের মতো কিছুই দেখতে পাচ্ছি না, অনেকেই মনে করেছেন যে ২০২১ সালের মতো হবে। কিন্তু এই বছরে btc দাম খুব একটা আপ হয় নাই, ১০২৪ এ তো $১০০k প্লাস ছিলো, কিন্তু ২০২৫ সালের ৬ মাস চলে গেছে। জুন মাস পর্যন্ত $১১২k বেশি হতে দেখি নাই, কিন্তু জুলাই মাসে $১২৩k ক্রস করেছে। তাই মার্কেট কোন দিকে যায় কিছু বুঝি না, যখন দাম কমতে শুরু করে তখন মনে হয় বেয়ার সিজন শুরু হলো আবার যখন দাম বাড়তে থাকে তখন মনে হয় বুল সিজন শুরু হয়েছে। তবে, এই বছর শেষ না হওয়া পর্যন্ত আমি আশা ছাড়বো না, হয়তো আরও ভালো কিছু দেখতে পারি।
এটা সত্যি যে মার্কেট সব সময় একই রূপ দেখাবে এটা এক্সপেক্টেশন রাখা ভুল হতে পারে। তবে গণিতে যেমন কিছু সূত্র আছে এই বিটকয়েন নিজেও তার নির্দিষ্ট একটি সাইকেলে চলে। সেই হিসেবে যদি আমরা বিবেচনা করি তাহলে পূর্বের মার্কেট গুলোর সাথে সময়ের ভিন্নতা পেলেও কিন্তু মার্কেটের শেষ পরিণতি সেরকমই হয় যেমন এর আগে বলতাম বেয়ার ট্র্যাপ মার্কেটে একজিস্ট করে যখন মার্কেট ৮০কে এর নিচে নামতে থাকে।
জানিনা কি হবে তবে মনে রাখবেন বেশিরভাগ মানুষ যখন পজেটিভ চিন্তা করে তখন মার্কেট নেগেটিভ দিকে যায় আর যখন মার্কেট এ নেগেটিভ চিন্তায় ছয়লাভ থাকে তখনই মার্কেট উপরের দিকে ওঠা শুরু করে।
যাইহোক, ইথার দেখি ভালোই পাম্প করেছে, কেউ কী ইথার কিনছিলেন? বর্তমানে ইথারের দাম $৩৬০০ ডলার প্লাস রয়েছে, BNB গত তিন দিনে ভালোই পাম্প করেছে, কিন্তু শুধু আমি যেটা কিনেছিলাম সেই কয়েন কোন লাড়া দিতেছে না। আমার প্রেডিকশন শুধু ভিন্ন দিকে যায়

এথারিয়াম এর উপর থেকে আগে থেকেই ভরসা উঠে গিয়েছে তাই আর এথারিয়ামে কোন ইনভেস্টমেন্ট করা হয়নি, এ ইনভেসমেন্ট শুধুমাত্র বিটকয়েন এবং বি এন বি তে ছিল।
বিট অলরেডি বিটকয়েন সেল করে দিয়েছি এ থেকে যা এক্সপেক্টেশন তার চাইতে একটু বেশি প্রফিট করেছি। আর এখন আফসোস করি না দাম বাড়লে।
তবে এখনও বিএনবি সেল দেওয়ার জন্য যে টার্গেট রেখেছিলাম সেটা এখনো টাচ হয়নি তাই হোল্ডিং করে রেখেছি।