আমি আশা করতেছি বিটকয়েন ১২০কে এর আশেপাশেই এর অলটাইম হাই প্রাইস সেট করে পুনরায় বেয়ার সিজনের দিকে যাবে।
১৫০কে আমার কাছে একটু বেশি বেশি মনে হয়।
এবছর ভাই মারা খেতে খেতে নিঃস্ব হয়ে গেছি। পোর্টফলিও অলরেডি আধমরা অবস্থায় পড়ে আছে। ইনিশিয়াল যা ছিলো তা পর্যন্ত যাওয়ারও আর কোনো সম্ভবনা নেই। টোটালি মাইনাসে এবার। এই সিজনটা কেমনজানি ছিলো। আমি কোনো পার্টান ধরতেই পারিনি। এমন হবে জানলে স্টবলে বসে থাকতাম। প্রথমে ইথারে মারা খাইলাম, তারপর তার বাচ্চা কাচ্চার কাছে মারা খাচ্ছি। আমার কাছে ভালো পরিমাণ ইথার ছিলো বাট মারা খাওয়ার পর সব স্টবলে লস দিয়ে নিয়ে আসি, আর এখন দেখি ইথার আবার হাটিহাটি পাপা করে আগের পজিসনে যাচ্ছে। আর এদিকে পোর্টফলিও থেকে ইথার নাই। বাকি অল্টগুলোতেও সেইম কাহিনি (বিটিসিতে বড় হোল্ডিং ছিলোনা)। বিটিসিতে ATH হবার পর অনেক আশা করছিলাম অল্ট সিজন শুরু হবে, হা হা ঘন্টা হবে। আল বিদা!এখন আর এসব নিয়ে কথা বল্লে ২ মিনিটও লাগেনা ডিপ্রেশনে যেতে।