এবছর ভাই মারা খেতে খেতে নিঃস্ব হয়ে গেছি। পোর্টফলিও অলরেডি আধমরা অবস্থায় পড়ে আছে। ইনিশিয়াল যা ছিলো তা পর্যন্ত যাওয়ারও আর কোনো সম্ভবনা নেই। টোটালি মাইনাসে এবার। এই সিজনটা কেমনজানি ছিলো। আমি কোনো পার্টান ধরতেই পারিনি। এমন হবে জানলে স্টবলে বসে থাকতাম। প্রথমে ইথারে মারা খাইলাম, তারপর তার বাচ্চা কাচ্চার কাছে মারা খাচ্ছি। আমার কাছে ভালো পরিমাণ ইথার ছিলো বাট মারা খাওয়ার পর সব স্টবলে লস দিয়ে নিয়ে আসি, আর এখন দেখি ইথার আবার হাটিহাটি পাপা করে আগের পজিসনে যাচ্ছে। আর এদিকে পোর্টফলিও থেকে ইথার নাই। বাকি অল্টগুলোতেও সেইম কাহিনি (বিটিসিতে বড় হোল্ডিং ছিলোনা)। বিটিসিতে ATH হবার পর অনেক আশা করছিলাম অল্ট সিজন শুরু হবে, হা হা ঘন্টা হবে। আল বিদা!এখন আর এসব নিয়ে কথা বল্লে ২ মিনিটও লাগেনা ডিপ্রেশনে যেতে।
একচুয়ালি এই সিজনে আমার ইনভেস্টমেন্টে মারা খাওয়ার মধ্যে আমি পলিগন এবং ডগস কয়েন ে ইনভেসমেন্ট করে মারা খেয়েছি।
কিন্তু এবার আমার ইনভেসমেন্ট এর সবচাইতে বড় এমাউন্ট ছিল বিটকয়েন এর উপরে যা আমি বেয়ার সিজন থেকে শুরু করে মার্কেট বুলিস হওয়া পর্যন্ত চালিয়ে গিয়েছি। এবং সেখানেই মূলত আমার প্রফিট হয়েছে।
আলতকয়েন এর কথা বলতে গেলে আমি এখনো সেখানে লস এর সম্মুখীন হয়ে রয়েছি। এখানে আমি যে বিষয়টা বুঝতে পারলাম সেটা হচ্ছে গতবারের মতন এই সিজনে একই ভুল করেছিলাম যে অন্যের কথায় ইনফ্লুয়েন্স হয়ে নিজে অ্যানালাইসিস বেশি না করে ইনভেস্টমেন্ট করেছি।
তবে যা পেয়েছি আলহামদুলিল্লাহ, আপাতত স্টেবল কয়েন রাখতেছি সামনের বেয়ার সিজনে আবার বিট কয়েনে ঢালার জন্য।