Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Crypto Library
on 20/07/2025, 21:07:57 UTC
ব্যাক টু জিরো হলেও মানতাম ভাই, আমি অনেক নেগেটিভে চলে গেছি যা রিকভার হবেনা আর। ভালো ভালো প্রজেক্টর টোকেন হোল্ড করেও লস খাইলাম। এই বছর অল্টকয়েন একেবারে গু পারফর্মেন্স দিলো। আমার মোস্ট অফ দ্যা হোল্ডিং অল্টে ছিলো, এজন্য মূলত আমি হায়হুতাস করতেছি। এতো জেড়ো যে ধাক্কা খাবো কখনো বুঝি নাই। সবথেকে বড় লস হয় তখন যখন ইথেরিয়াম ২৫০০$ এর নিচে চলে যায়। ২৫০০$ পর্যন্ত বাকি হোল্ডিং ঠিক ছিলো। নিচে নেমেই সব শেষ!
যাই হোক পাস্ট ইজ পাস্ট আগের কথা চিন্তা করে মাথা খারাপ করিয়েন না বরং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন নইলে আগের কথা নিয়ে যদি হায় হায় করতে থাকেন  ভবিষ্যতেও একই কাজ করবেন।
আমি বলব বর্তমানে কোন ইনভেসমেন্টে না গিয়ে স্টেবল কারেন্সি স্টোর করা শুরু করুন এবং টার্গেট নেন 2026 এর শেষের থেকে ২০২৭ সালে বিয়ার সিজনে বিটকয়েনে ইনভেস্টমেন্ট করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ২০২৮ সালের শেষের দিকেই আপনি সেই ইনভেস্টমেন্ট থেকে প্রফিট অর্জন করতে সক্ষম হবেন আর যদি ২০২৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে পারেন তাহলে তো আরো বেশি প্রফিট করতে পারবেন. কারণ ২০২৮ সালের এপ্রিল মাসে বিটকয়েনের নেক্সট হাল্ভিং হওয়ার সম্ভাবনা রয়েছে রয়েছে আর বিটকয়েন হাল্ভিং পর বুল সিজন আসে এটা তো জানিনি।