Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
DYING_S0UL
on 20/07/2025, 06:07:43 UTC
আমার কাছে ভালো পরিমাণ ইথার ছিলো বাট মারা খাওয়ার পর সব স্টবলে লস দিয়ে নিয়ে আসি, আর এখন দেখি ইথার আবার হাটিহাটি পাপা করে আগের পজিসনে যাচ্ছে। আর এদিকে পোর্টফলিও থেকে ইথার নাই। বাকি অল্টগুলোতেও সেইম কাহিনি (বিটিসিতে বড় হোল্ডিং ছিলোনা)। বিটিসিতে ATH হবার পর অনেক আশা করছিলাম অল্ট সিজন শুরু হবে, হা হা ঘন্টা হবে। আল বিদা!এখন আর এসব নিয়ে কথা বল্লে ২ মিনিটও লাগেনা ডিপ্রেশনে যেতে।
একচুয়ালি এই সিজনে আমার ইনভেস্টমেন্টে মারা খাওয়ার মধ্যে আমি পলিগন এবং ডগস কয়েন ে ইনভেসমেন্ট করে মারা খেয়েছি।
কিন্তু এবার আমার ইনভেসমেন্ট এর সবচাইতে বড় এমাউন্ট ছিল বিটকয়েন এর উপরে যা আমি বেয়ার সিজন থেকে শুরু করে মার্কেট বুলিস হওয়া পর্যন্ত চালিয়ে গিয়েছি। এবং সেখানেই মূলত আমার প্রফিট হয়েছে।
আলতকয়েন এর কথা বলতে গেলে আমি এখনো সেখানে লস এর সম্মুখীন হয়ে রয়েছি। এখানে আমি যে বিষয়টা বুঝতে পারলাম সেটা হচ্ছে গতবারের মতন এই সিজনে একই ভুল করেছিলাম যে অন্যের কথায় ইনফ্লুয়েন্স হয়ে  নিজে অ্যানালাইসিস বেশি না করে ইনভেস্টমেন্ট করেছি।
তবে যা পেয়েছি আলহামদুলিল্লাহ, আপাতত স্টেবল কয়েন রাখতেছি সামনের বেয়ার সিজনে আবার বিট কয়েনে ঢালার জন্য।

ব্যাক টু জিরো হলেও মানতাম ভাই, আমি অনেক নেগেটিভে চলে গেছি যা রিকভার হবেনা আর। ভালো ভালো প্রজেক্টর টোকেন হোল্ড করেও লস খাইলাম। এই বছর অল্টকয়েন একেবারে গু পারফর্মেন্স দিলো। আমার মোস্ট অফ দ্যা হোল্ডিং অল্টে ছিলো, এজন্য মূলত আমি হায়হুতাস করতেছি। এতো জেড়ো যে ধাক্কা খাবো কখনো বুঝি নাই। সবথেকে বড় লস হয় তখন যখন ইথেরিয়াম ২৫০০$ এর নিচে চলে যায়। ২৫০০$ পর্যন্ত বাকি হোল্ডিং ঠিক ছিলো। নিচে নেমেই সব শেষ!