
খুব মারাত্বক দুর্ঘটনা। আমি ঘুমিয়ে ছিলাম বিকট শব্দে ঘুম ভাঙ্গলো যদিও প্রশিক্ষণ বিমানগুলো এরকমই সাউন্ড করে ফ্লাই করে কারণ এগুলো নিচ দিয়ে চলাফেরা করে। তবে আজকে যে ঘটনা ঘটলো তা খুবই মর্মাহত। উত্তরা মাইলস্টোন কলেজের মাঠে F7BGI বিমানটি ক্রাশ করে। আর সময়টা ছিল কলেজ ছুটির সময়। তাই অনুমান করাই যায় যে এখানে হতাহতর পরিমাণ বেশি হবে। এখনো হতাহতর কমপ্লিট খবর পাওয়া যায়নি। আল্লাহ রক্ষা করুক বিমানে থাকা সবাইকে এবং কলেজের ছাত্রদের।
আমারও ঠিক একই অবস্থা হয়েছে আজকে সারা রাত জাগনা ছিলাম সকাল দশটায় ঘুমাইছি একটার আশেপাশে এই যুদ্ধবিমানের উড়ে যাওয়ার ফাউন্ডে ঘুম ভেঙ্গে গিয়েছে। তার একটু পরেই দেখি ফেসবুকে এই অবস্থা। আশঙ্কা করা হচ্ছে অনেক হতাহত হয়েছে এবং হয়তোবা সামনে আরো নিহতের সংখ্যা শোনা যাবে।
কিন্তু সমস্যা হইলো উৎসুক বাঙালির ভিড়ের জন্য উদ্ধার কাজ ঠিকমতো করতে পারছে না।
পাইলটের একদম বীভৎস অবস্থা হয়েছে।
পাইলট ছিলেন: মোহাম্মদ তৌকির ইসলাম
[REMOVED IMAGE] 
আল্লাহ সবাইকে হেফাজত করুক। প্রতিদিনই মাথার উপর দিয়ে কতশত বিমান যায় সাউন্ড সুনি সব সময় মনের ভেতর ভয় থাকে যদি বিল্ডিংয়ে ক্রাশ করে আজকে তো যে সাউন্ডে ঘুম ভেঙেছে সেই একই সাউন্ড অনেক মানুষের প্রাণ গিয়েছে।