খুব মারাত্বক দুর্ঘটনা। আমি ঘুমিয়ে ছিলাম বিকট শব্দে ঘুম ভাঙ্গলো যদিও প্রশিক্ষণ বিমানগুলো এরকমই সাউন্ড করে ফ্লাই করে কারণ এগুলো নিচ দিয়ে চলাফেরা করে। তবে আজকে যে ঘটনা ঘটলো তা খুবই মর্মাহত। উত্তরা মাইলস্টোন কলেজের মাঠে F7BGI বিমানটি ক্রাশ করে। আর সময়টা ছিল কলেজ ছুটির সময়। তাই অনুমান করাই যায় যে এখানে হতাহতর পরিমাণ বেশি হবে। এখনো হতাহতর কমপ্লিট খবর পাওয়া যায়নি। আল্লাহ রক্ষা করুক বিমানে থাকা সবাইকে এবং কলেজের ছাত্রদের।
কিছুই বুঝলাম না ভাই কি থেকে কি হয়ে গেলো। পরীক্ষার হলে ছিলাম আমি পড়ে আমাদের এক্সামের গার্ড দেওয়া ছাড়া বলতেছে এত বিকট শব্দ আগে কখনো শুনিনি। সব স্টুডেন্ট পরীক্ষা দেওয়া বাদ দিয়ে থ মেরে তাকিয়েছিলো। পরীক্ষা শেষ হয়ে গেল সবাই বের হয়ে জানতে চেষ্টা করতেছে কি হয়েছে পরক্ষণেই ফেসবুকে চলে যায় পরে জানতে পারি এই রকম ঘটনা। বিধ্বস্ত হওয়ার বিমানে ফ্লাইট লেফটেন্যান্ট তোকির ছেলেটা একদম বিধ্বস্ত হয়ে গিয়েছে যার কোন ধ্বংসাবশেষ দেখে চেনার উপায় নেই। হায় আল্লাহ না জানি আরো কত মানুষ আহত এবং নিহত হয়েছে। আল্লাহ এরকম মৃত্যু যেন কাউকে না দেয় মুহূর্তের মধ্যে একদম কি থেকে কি হয়ে গেল। একদম আপসেট হয়ে গিয়েছে কি দেখতেছি এগুলো চোখের সামনে বিশ্বাস করতে পারতেছি না এরকম। কিছুক্ষণের জন্য হাতে থেকে ফোনটা নামিয়ে অন্য জায়গায় গিয়ে দাঁড়িয়ে ছিলাম আর চিন্তা করলাম আহারে আমাদের ঠুনকো জীবন মুহূর্তের মধ্যেই কি থেকে কি হয়ে যায়। আল্লাহ সবাইকে হেফাজত করুক এই দোয়া ছাড়া আমাদের কোন কিছু করার নেই এখন।