আমি synced_to_graph কে ট্রু করতে পারতেছি না আপনার কাছে এই বিষয়ের কোনো সমাধান আছে ?
মাল্টিপল কয়েকটা ভালো নোড এ কানেক্ট করুন। ৪/৫ টায়। তারপর অপেক্ষা করুন। LND গ্রাফ ডাউনলোড হতে সময় লাগবে৷ খেয়াল রাখবেন, Node যেনো ক্লোজ না হয়। কয়েক ঘন্টা থেকে কয়েক দিন ও লাগতে পারে। 1ML.com/Node এখানে অনেক নোড ডিটেইলস পেয়ে যাবেন। ধৈর্য ধরে করুন হয়ে যাবে। আমার চ্যানেল ক্রিয়েট করতে ৩দিন মাথা খারাপ করেছিলাম, শুধু মাত্র চ্যানেল ক্রিয়েট করতে পারি নাই বলে