Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Z_MBFM
on 23/07/2025, 18:33:44 UTC

কোন ওয়ালেট লাইটিং নেটওয়ার্কের জন্য ভালো হবে?
এই লাইটিং বিষয় নিয়ে আমার কোন জ্ঞান নেই যার কারণে সম্পূর্ণ নতুন করে ওয়ালেট ক্রিয়েট করতে হবে কিনা এটা নিয়েও একটু কেউ যদি সাজেস্ট করতেন তাহলে আমার জন্য উপকার হত।

মোবাইল ওয়ালেট ব্যবহার করতে চাইলে Muun wallet অথবা Phoenix ওয়ালেট ব্যবহার করতে পারেন। Non Custodial,  সহজে ব্যবহার যোগ্য। শুধু এপ্স নামাবেন আর ব্যবহার করবেন৷
Phoenix Wallet নাকি লাইটনিং ওয়ালেট প্রোভাইড করে শুনেছি কিন্তু কখনো ব্যবহার করা হয় নাই। আর লাইটনিং এর বিটকয়েন সচারচর সব জায়গায় সেন্ড করা যায় না এর জন্য ব্যবহার করা প্রয়োজন মনে করি নাই। তবে LND নিয়ে কিছু ঘাটাঘাটি করতেছি যদিও এখনো সফলভাবে করতে পারি নাই Sync to graph সাকসেস করতে পারতেছি না এখন লাইটনিং নিয়ে কিছুটা কিউরিসিটি হচ্ছে। তবে অ্যাপস ব্যবহার করার ইচ্ছে নেই LND নোট পুরোপুরি চালাতে পারলে এখানে চ্যানেল ক্রিয়েট করে লাইটনিং ব্যবহার করব এটা চিন্তা করতেছি আমি । Phoenix বা অন্য কোন ওয়ালেট অ্যাপস এর মাধ্যমে ব্যবহার করার কোন এক্সপেরিয়েন্স আছে আপনার?

Quote
আর পুরোপুরি কাস্টডিয়াল ওয়ালেট/ফুল কন্ট্রোল চাইলে LND দেখতে পারেন। জটিল অনেক তবে সিকিউর অনেক। আর লাইটনিং নেটওয়ার্ক এ ট্রান্সেকশন হয় শুধু সেন্ডার আর রিসিবার এর মধ্যে।  অফচেইন ট্রান্সেকশন হয়, শুধু চ্যানেল অপেনিং আর ক্লোজিং এর ট্রাঞ্জেকশন রেকর্ড থাকে।
হ্যাঁ LND এর এটা একটা ভালো মজা। আচ্ছা আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে বিটকয়েন মিক্সার গুলা কিভাবে কাজ করে তারা কি নোড রান করে ট্রানজেকশন গুলা করে LND এর মাধ্যমে। কারণ মিক্সার থেকে মিক্স করলে সেটার ট্রানজেকশন রেকর্ড খুঁজে পাওয়া যায় না একটি মেইন ওয়ালেট থেকে অন্য একটি ওয়ালেটে মিক্স করে পাঠালে সেই ট্রানজেকশন আর ধরা যায় না যে কোন ওয়ালেট থেকে পাঠানো হয়েছে। এ বিষয়ে আপনি কিছু জানেন ?