কারণ মিক্সার থেকে মিক্স করলে সেটার ট্রানজেকশন রেকর্ড খুঁজে পাওয়া যায় না একটি মেইন ওয়ালেট থেকে অন্য একটি ওয়ালেটে মিক্স করে পাঠালে সেই ট্রানজেকশন আর ধরা যায় না যে কোন ওয়ালেট থেকে পাঠানো হয়েছে। এ বিষয়ে আপনি কিছু জানেন ?
ডিসেট্রালাইজড মিক্সার গুলো কাজ করে মূলত কয়েকজন/কিছু সংখ্যক মানুষের লেনদেন এর মাধ্যমে। উদাহরন দিয়ে যদি বুঝাতে চাই তাহলে - মনে করেন Coinjoin মিক্সার টি ১০০জন লোক নিয়মিত ব্যবহার করে। এখন ১০০জন লোক ০.১ বিটিসি করে সেন্ট করলো তার নতুন টার্গেটেড এড্রেস এ। মিক্সার একটি টেম্পোরেরি ওয়ালেট ক্রিয়েট করবে ১০০টি, এখন ধরেন ৯৭ নাম্বার লোকের বিটকয়েন ২নাম্বার এ যে আছে তার কাছে পৌছালো তাহলে বিষয় টা অনেক হার্ড হয়ে যায় ট্র্যাক করা৷ কারন কার বিটকয়েন কার কাছে পৌছালো কেও জানতে পারে না। এই কারনেই মিক্সার দিয়ে অবৈধ কাজ বেশি হয় আর যতটুকু জানি US sanctions দেয়ার পর ফোরাম এও মিক্সার ব্যবহার নিশিদ্ধ