কিছুদিন আগে আমি একটা পোকার ইভেন্ট হোস্ট করতে চেয়েছিলাম শুধুমাত্র আমাদের বাংলা লোকাল ফোরাম এর জন্য। অনেকে আগ্রহ প্রকাশ করেছিলেন অংশগ্রহন করার জন্য। এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ হবে, ফ্রি তে অংশগ্রহন করতে পারবেন কোনো Buy In লাগবে না। আমি সেই ইভেন্ট টি সম্প্রতি শুরু করতে চাচ্ছি।
সবাই আপনাদের সুবিধা মতো সময় জানাবেন একটা সেই হিসেবে ডেইট & টাইম টা ফিক্স করবো আমি। Prize Pool থাকবে ৪৫$ এর আমাদের লোকাল ফোরাম এর Wonder Work ভাই কিছু স্পন্সর করতে চেয়েছেন।
ফোরাম এর মোটামুটি এক্টিভ মেম্বার আর যারা আগ্রহ প্রকাশ করেছিলেন তাদেরন মেনশন করছি, কেও বাদ পড়ে গেলে মেনশন করে দিবেন।
Z_MBFM
Crypto Library
Shishir99
Bitcoin_people
LDL
DYING_S0UL
Review Master
Bd officer
Nothingtodo
God Of Thunder
HelliumZ
MotoLM
আসলে আমাদের বাংলা কমিউনিটিতে কিছু ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হলে খারাপ কিছু হয় না। একটা পোকার আয়োজন করতে চাচ্ছেন এটা আসলে একটা ব্যতিক্রমী উদ্যোগ। আমরা যারা এখানে অ্যাক্টিভ আছি আমরা সবাই এখানে অংশগ্রহণ করার চেষ্টা করব। আপনারা যেটা চান সেটাই হবে এবং যে সময় আপনাদের ভালো হয় সে সময়টায় আপনারা আয়োজন করতে পারেন। আপনাদের এই ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ সত্যিই প্রশংসনীয় এবং আমার পক্ষ থেকে আপনাদের অবশ্যই ধন্যবাদ না জানিয়ে পারছি না।
আমার পক্ষ থেকে আমি বলব অবশ্যই এই সমস্ত আয়োজন রাত্রে/আগামী সপ্তাহে হলে ভালো হয় কেননা আমরা সবাই দিনে যার যার কাজে ব্যস্ত থাকি এবং একটা ফ্রেশ মন নিয়ে একমাত্র রাতেই সুযোগ হবে অংশগ্রহণ করার জন্য। তাছাড়া সবাই কমবেশি কিছু না কিছু কাজের সাথে জড়িত হয় এবং দিনে এ সকল কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয় যার কারণে রাত আটটা বা 9 টার পর হলে অনেক বেটার হয়। এটা একান্তই আমার ব্যক্তিগত অভিমত আপনাদের ব্যক্তিগত অভিমত অবশ্যই এখানে প্রয়োজন।