Prize Pool থাকবে ৪৫$ এর আমাদের লোকাল ফোরাম এর Wonder Work ভাই কিছু স্পন্সর করতে চেয়েছেন।
জি ভাই আছি সমস্যা নাই আপনি ইভেন্ট শুরু করেন। ইভেন্টে অংশগ্রহণকারীরা কিভাবে পোকার খেলবে এটা নিয়ম গুলো একটু এক্সপ্লেইন করে দিলেই হবে। এটার জন্য তো মনে হয় ব্যানার ডিজাইন করতে হবে একটু ইউনিক ভাবে চালালে ভালো হবে ভাই।
ভাই আপনারা বিষয়টা একটু ডেমো হিসাবে আমাদের এখানে উপস্থাপন করেন এখানে দেখা গেছে 70% ইউজার সাধারণত পোকার খেলে না। এজন্য আগে পোকার বিষয়টা ভালোভাবে বুঝিয়ে নিলে অংশগ্রহণ করতে সুবিধা হয়। দেখি ২-১ দিন অনলাইনে টিউটিরিয়াল দেখে কিছুটা শিখতে পারি কিনা। এজন্য আমাদের আপাতত দুই চার দিন সময় দিন তারপর আরম্ভ করুন। এবং আপনাদেরকে আমরা এই ইভেন্ট আয়োজন করবেন এজন্য খুব ভালো লাগলো যার কারণে আপনাদের অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে DS , MM আপনাদের দুজনকে এই ইভেন্টের বিষয় নিয়ে আলোচনা করার জন্য।