ভাই আপনারা বিষয়টা একটু ডেমো হিসাবে আমাদের এখানে উপস্থাপন করেন এখানে দেখা গেছে 70% ইউজার সাধারণত পোকার খেলে না। এজন্য আগে পোকার বিষয়টা ভালোভাবে বুঝিয়ে নিলে অংশগ্রহণ করতে সুবিধা হয়। দেখি ২-১ দিন অনলাইনে টিউটিরিয়াল দেখে কিছুটা শিখতে পারি কিনা। এজন্য আমাদের আপাতত দুই চার দিন সময় দিন তারপর আরম্ভ করুন। এবং আপনাদেরকে আমরা এই ইভেন্ট আয়োজন করবেন এজন্য খুব ভালো লাগলো যার কারণে আপনাদের অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে DS , MM আপনাদের দুজনকে এই ইভেন্টের বিষয় নিয়ে আলোচনা করার জন্য।
আসলে কয়েকদিন আগে থেকেই পোকার আয়োজন করার ঘোষণা দিয়েছিলো, এখানে বেশ কয়েকদিন সময় পার হয়ে গেছে। অনেকেই প্রস্তুতি নেওয়ার জন্য ট্রাই করতেছে। তাই চেষ্টা করুন অনলাইনে ভালো কোন টিউটোরিয়াল খুজে পান কীনা, যদি সহজে বোঝা যায় এমন কিছু খুজে পান তাহলে শেয়ার করলে ভালো হতো।
তবে আমাকে MM যে অ্যাপসের কথা বলেছিল সেখানে কোন টিউটোরিয়াল দেখতে পেলাম না। তবে যদি এখানে সুন্দর একটা টিউটোরিয়াল উপস্থাপন করা হতো তাহলে হয়তো অনেকের উপকার হতো। যেমন, কিভাবে খেলতে হবে? কখন ফোল্ড করবো? কখন চেক দেওয়া লাগে? কিভাবে বেট ধরা লাগে?
যাইহোক, আমি আরও একটি প্রশ্ন করতে চাই, যেমন কিভাবে পোকার আয়োজন করবেন? কোন নির্দিষ্ট অ্যাপসের মাধ্যমে? না ওয়েবসাইটের মাধ্যমে? মানে আমরা কিভাবে এখানের সবাই একত্রে খেলতে পারবো? এসব বিষয়ে ধারনা দিলে বেশ ভালো হতো। এখানে সবাই তো এক টেবিলে থাকবে নাকী? এক সাথে কতজন মিলে খেলা যায়? Mahiyammahi ভাই এই সব বিষয়ে বুঝিয়ে দিলে ভালো হতো।